Earn Daily 5% Profit from Upper Circuit & Lower Circuit Stocks

Earn Daily 5% Profit from Upper Circuit & Lower Circuit Stocks

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে  Upper Circuit এবং Lower Circuit স্টক থেকে দৈনিক ৫% মুনাফা অর্জন করবেন।

শেয়ার মার্কেটে কাজ করার বিভিন্ন জনের বিভিন্ন পদ্ধতি থাকে। কিন্তু কখনো কোন পদ্ধতি 100% কাজ করে না. সময় অনুযায়ী আপনাকে আপনার ট্রেডিং করার পদ্ধতি পরিবর্তন করতে হবে

মার্কেট ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী হোক বা FLAT মার্কেট হোক। মার্কেটের পরিস্থিতি অনুযায়ী আপনাকে আলাদা আলাদা পদ্ধতি অনুসরণ করতে হবে।

যাই হোক আজকে আমরা এমন একটি পদ্ধতির ব্যাপারে আলোচনা করব, যেখানে মার্কেটের ওঠানামা সঙ্গে শেয়ার ওঠানামার কোন বাধ্যকতা নেই।

Basic Information of Penny Stocks

আপনারা নিশ্চয়ই স্মল ক্যাপ বা Penny Stock শেয়ার গুলির নাম শুনেছেন।

এবং যেহেতু শেয়ার গুলি স্মল ক্যাপ তাই এগুলোর মধ্যে Operator সবথেকে বেশি ম্যানিপুলেশন করে থাকে। ম্যানিপুলেশন বলতে Pump & Dump পরিস্থিতি তৈরি করে।

Pump & Dump Technical বলতে যখন কোন শেয়ারের দাম হঠাৎ করে দ্রুতগতিতে কয়েক গুণ বেড়ে যায় এবং কিছুদিন পরে পুনরায় দ্রুতগতিতে শেয়ারের দাম কমতে থাকে পূর্ববতী দামে পৌঁছে যায়।

যখন কোনো Operator শেয়ারের দাম হঠাৎ করে বাড়াতে থাকে তখন সেই পদ্ধতিকে Pump বলছে।

আবার যখন সেই শেয়ারের দাম দ্রুতগতিতে কমানো হয় তখন সেটাকে Dump বলছে।

অবশ্য পরবর্তী রচনায় Dump & Pump পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব।

বিশেষ করে BSE Stock মধ্যে এমন অনেক স্টক আছে যেগুলো প্রত্যেকদিন 3-5 পার্সেন্ট পর্যন্ত ওঠানামা করে থাকে. নিফটি এবং সেন্সেক্স এর সাথে এর বিশেষ কোনো লেনদেন নেই।

এই শেয়ারগুলোর বিশেষত্ব হলো যখন এই শেয়ারগুলি বাড়তে শুরু করে তখন একটানা 7 days, 15 days, 30 days বাড়তে থাকে বা তার আরো বেশি হতে পারে।

এবং প্রতিদিন শেয়ার গুলোর বাড়ার পরিমাণ হল 3-5 পার্সেন্ট।

যদি আপনি কেবলমাত্র 10 দিন শেয়ার ধরে রাখতে পারেন 10*5= 50% profit ইনকাম করতে পারবেন 10 দিনের মধ্যে।

Upper-Circuit-Lower-Circuit
Upper-Circuit-Lower-Circuit

খেয়াল রাখবেন শেয়ারে 5% করে মুভমেন্ট হচ্ছে এগুলি বেশিরভাগ upper সার্কিট এর কারণে হয়ে থাকে।

শেয়ার মার্কেট খোলার সাথে সাথে ঐ নির্দিষ্ট শেয়ার upper circuit touch করে তাহলে আপনি শেয়ার কিনতে পারবেন না। অতএব আপনাকে সজাগ হয়ে থাকতে হবে কখন ওই শেয়ার নরমালি মুভমেন্ট করছে।

আবার এমন কিছু শেয়ার আছে যাদের শেয়ার এর দাম একটানা 7 দিন থেকে 30 দিন বা তার আরও বেশি সময় ধরে কমতে থাকে। প্রতিদিন তিন থেকে পাঁচ শতাংশ দাম পড়তে থাকে।

আসলে এদের মধ্যে একটানা Lower সার্কিট লাগছে।

Upper  সার্কিট এবং lower সার্কিট এর সম্বন্ধে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

 

কিভাবে আপনি এই Upper Circuit কিংবা Lower Circuit সার্কিট স্টক গুলি কে কাজে লাগিয়ে প্রতিদিন 5 শতাংশ প্রফিট নিতে পারবেন?

আসলে BSE শেয়ার গুলির দাম যখন পড়তে থাকে, বেশিরভাগ শেয়ারগুলি 70-80% পড়ে যায়।

সেই মুহূর্ত থেকে আপনি Investment শুরু করতে পারেন।

Stock Price

সর্বপ্রথম আপনাকে দেখতে হবে শেয়ার সর্বোচ্চ কত দাম থেকে পড়ে কোন জায়গায় এসে পৌঁছেছে, আগেই বলেছি 80 শতাংশ শেয়ারের দাম কমতে হবে।

Hekin Ashi Candle Use

দ্বিতীয় হল আপনাকে Hekin Ashi  ক্যান্ডেল ব্যবহার করতে হবে।

আপনার জন্য Hekin Ashi ক্যান্ডেল এ শেয়ারের দাম বাড়ার শুরু করে, তখন একটানা সবুজ Candle তৈরি হতে থাকে।

আবার যখন Red Candle তৈরি হয় এবং শেয়ারের দাম পড়তে থাকে, তখন একটানা লাল ক্যান্ডেল তৈরি হয়.

এই Hekhin Ashi ক্যান্ডেল আপনাকে ব্যবহার করতে হবে।
এ ক্যান্ডেল ব্যবহার করে আপনি দেখতে পাবেন যবে থেকে শেয়ারের দাম কমতে শুরু করেছে তবে থেকে প্রতিদিন একটি করে লাল ক্যান্ডেল তৈরি হয়েছে।

আপনাকে অপেক্ষা করতে হবে 70 থেকে 80 শতাংশ শেয়ারের দাম পড়ার পরে যখন প্রথম সবুজ Candle তৈরি হচ্ছে, সেই দিন আপনাকে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে।

এবংHekhin Ashi ক্যান্ডেলের নিয়ম অনুযায়ী প্রথম বা দ্বিতীয় সবুজ Candle কাছে আপনি যদি share buy করতে পারেন। প্রতিদিন তিন থেকে পাঁচ শতাংশ প্রফিট পারেন।
আপনি যদি একটানা 10 দিন 5% করে প্রফেট নিতে পারেন আপনি 50% প্রফিট পেয়ে যেতে পারেন খুবই সহজে।

Upper-Circuit-Lower-Circuit
Upper-Circuit-Lower-Circuit

Hekin Ashi সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

Support & Resistance

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ার কেনার আগে, আপনাকে দেখে নিতে হবে যদি শেয়ার কোন বড় support এর কাছাকাছি পৌঁছে গেছে। তাহলে নিদৃষ্ট এশিয়াটিক কেনার সুবর্ণ সুযোগ।

Target Selection

এবার প্রশ্ন হল শেয়ার কেনা পরে বিক্রি করা বা target কিভাবে স্থির করব।

খুবই সহজ নিয়ম হলো আপনি প্রথম বা দ্বিতীয় সবুজ Candle কাছে শেয়ার Buy করছেন, আপনাকে তখনই বিক্রি করতে হবে যখন প্রথম লাল ক্যান্ডেল তৈরি হবে।

আপনাকে অন্য কোন পদ্ধতি অনুসরণ করার দরকার নেই।

Stoploss Set

এবার প্রশ্ন হল আপনি স্টপ ব্যবহার করবেন কি করবেন না।

এই ধরনের স্টকে স্টপ লস ছাড়া শেয়ার কিনতে যাবেন না।

Stop Loss আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে।

অনেক সময় এমন হয় যে, একটানা শেয়ারের দাম পড়া পরে যখন প্রথম সবুজ ক্যান্ডেল তৈরি হয়। নিয়ম অনুযায়ী আপনি শেয়ারটি Buyকরে নিলেন, দু-তিনটি সবুজ Candle টাওয়ার পরে শেয়ারের দাম কমতে শুরু করে।

সেক্ষেত্রে আপনি কোন মতেই অপেক্ষা করবেন না, লাল ক্যান্ডেল দেখামাত্রই আপনাকে, যতটুকু প্রফেট কিংবা লোকসানে থাকুক আপনাকে বিক্রি করে বেরিয়ে আসতে হবে।

ম্যাক্সিমাম আপনি 5% লোকসান করবেন, এর বেশি লোকসান করতে যাবেন না।

আপনাদের অনুরোধ করব স্টপ লস খুবই গুরুত্ব সহকারে পালন করুন।

Pump & Dump
Pump & Dump

Stock Qty

এবার প্রশ্ন হল কত কোয়ান্টিটি শেয়ার কেনা উচিত।

আসলে এটি পুরোপুরি নির্ভর করে আপনার ইনভেস্টমেন্ট এর উপরে।

মনে করুন এই ধরনের শেয়ারে 50000/- টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে কমপক্ষে আপনাকে তিনটি থেকে চারটি আলাদা কোম্পানি শেয়ার বেছে নিতে হবে। এবং প্রত্যেকটি শেয়ারে সমান ভাগ করে করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে।

 

How to Find out Upper Circuit & Lower Circuit Stocks Easily

অনেক ধরনের টেকনিক্যাল ওয়েবসাইট এবং স্ক্রিনারের  বাজারে পাওয়া যায়, আপনি সেগুলি ব্যবহার করতে পারেন। এই স্ক্রিনার আপনাকে এক সেকেন্ডের মধ্যে আপার সার্কিট এবং লোয়ার সার্কিট স্টক খুঁজে পেতে সাহায্য করে।

যদিও নীচে আমার কিছু শেয়ার করা স্ক্রিনারের বিবরণ আছে।

Important Point 

ধরনের শেয়ার কেনার আগে আপনাকে আর ও কি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে।

  • কমপক্ষে 5 টাকা উপরে যে শেয়ারগুলি রয়েছে ওই শেয়ারগুলি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন।
  • BSE স্টকে ইনভেস্টমেন্ট না করে আপনি NSE stock a ইনভেস্টমেন্ট করুন।
  • তৃতীয় হলো আপনাকে ভলিউম লক্ষ করতে হবে যে শেয়ার গুলিতে volume কমপক্ষে 50 হাজারের উপরে রয়েছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন এক্ষেত্রে আপনার risk অনেকটা কম হয়।
  • শেয়ার কেনার আগে আপনি দেখে নেই যে শেয়ারগুলি প্রতিদিন ঠিকমতো Movement করছে কি না। 

 সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আজকে যে পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করেছি। সেগুলো কি আপনি প্রথমে ব্যাক টেস্ট করুন দুই থেকে তিন মাস পর্যবেক্ষন করুন।

যদি আপনার মনে হচ্ছে এই পদ্ধতির সফল ভাবে কাজ করছে তাহলে নিশ্চয়ই আপনি কাজ করতে পারেন।

শেষ কথা

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি “Earn Daily 5% Profit from Upper Circuit & Lower Circuit Stocks” আমি যদি এই নিবন্ধটিতে কোনও ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে নির্দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

(Intraday Trading Course)

আপনার যদি শেয়ার বাজার সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা না থাকে। এবং আপনি যদি শেয়ার বাজারের কাজ শিখতে চান। তারপরে আপনি আমাদের-শেয়ার মার্কেট টেকনিক্যাল কোর্সে

(Intraday Trading Course) ভর্তি হতে পারেন।

আপনি শেয়ার বাজারের সমস্ত কাজ শিখতে পারবেন মাত্র 799 /- টাকায় এবং শেয়ার বাজার থেকে আপনি প্রতি মাসে ভাল অর্থ উপার্জন করতে পারেন।

হোয়াটসঅ্যাপ নম্বর – 8392091411

Some useful Articles

  1. Intraday & Positional Calls.
  2. Stock Market Technical Course
  3. How to Start own Cyber Cafe
  4. Best Way to Learn Stock Market in India
  5. What is Margin Trading in Share Market: Risks and Advantages

 

Leave a Reply

Your email address will not be published.