ভারতীয় স্টক বাজারের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী
ভারতীয় স্টক বাজারের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী?
Table of Contents
হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শেয়ার মার্কেট এর ভারতীয় স্টক বাজারের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী
অনেকেই আছেন যারা শেয়ার মার্কেটে কাজ করতে ইচ্ছুক. তাই শেয়ার মার্কেটে কাজ শুরু করার আগে আপনাকে এই বিষয়গুলি জেনে নিতে হবে।
শেয়ার বাজারের সুবিধাগুলি কী কী?
ভালোগুলো আপনাকে আগে বলে দিই।
- বর্তমান দিনের যেকোনো ব্যবসা করতে গেলে কমপক্ষে 50 হাজার টাকার দরকার হয়।
আপনাকেও রুম ভাড়া নিতে হয়, এডভান্স টাকা দিতে হয়। দোকান সাজাতে হচ্ছে, মালপত্র কিনতে হচ্ছে।
তারপর Product বিক্রি হলে গিয়ে আপনার লাভ হচ্ছে।
কিন্তু শেয়ার মার্কেটে এত কিছু জিনিসের দরকার হয়না শুধুমাত্র ল্যাপটপ বা মোবাইল এবং নেট কানেকশন থাকলে আপনি ব্যবসাটি করতে পারবেন।
- ব্যবসাতে আপনাকে কাস্টমারের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু শেয়ার মার্কেটে আনলিমিটেড কাস্টমার আছে. যখন খুশি আপনি যত খুশি শেয়ার কেনাবেচা করতে পারেন।
- যে কোন ব্যবসায় আপনার ধার বাকি থাকে, কিন্তু শেয়ার মার্কেটের ধার বাকির কোন রাস্তা নেই, শেয়ার কেনার সাথে সাথে আপনার Demat Account থেকে টাকা কেটে যাবে এবং বিক্রি করার সাথে সাথেই আপনার লাভের টাকা আপনার একাউন্টে চলে আসবে।
- অনেক ব্যবসা আছে কিংবা জব আছে যেখানে আপনাকে ভারী কাজ করতে হয় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হয়, কিন্তু শেয়ার মার্কেটে বুদ্ধির খেলা, আপনি আপনার রুমে বসে আরামে এই ব্যবসা করতে পারেন।
- যদি কোনো নির্দিষ্ট জায়গায় জব করছেন বা ব্যবসা করছেন তাহলে ওই জায়গা নির্দিষ্ট রয়েছে।
কিন্তু শেয়ার মার্কেট এমন একটা বিজনেস আপনি পৃথিবীর যে কোন প্রান্তে থাকেন না কেন ব্যবসা করতে পারবেন। কিন্তু নরমাল বিজনেসে যেখানে আপনার দোকানে রয়েছে ওখানে আপনাকে যেতে হবে।
শেয়ার বাজারের অসুবিধাগুলি কী কী?
- কেউ আপনাকে 100% গ্যারান্টি দিতে পারে না যে আপনি প্রতিটি Trade লাভজনক হবে. লাভ ও ক্ষতি উভয়ই শেয়ার মার্কেটের অংশ।
- শৃঙ্খলাবদ্ধতা এবং নিয়মগুলি ব্যবসায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে 70% ব্যবসায়ী নিয়ম অনুসরণ করতে পারবেন না। এজন্য তারা শেয়ার বাজারে অর্থ লুটে ফেলেছে।
- এই ব্যাচ এর আগে যাদের আমি কিছু কাজ শিখিয়েছি, তাদের মধ্যে কয়েকজন আছে যাদের মধ্যে ধৈর্য নেই কি। দু-তিনদিন কাজ শিখে তারপর ছেড়ে চলে যায়।
- যখন আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের বলবো কম কম শেয়ার কেনাবেচা করতে, কিন্তু অনেকেই শুনতে চান না।
একটু কাজ শিখে একসাথে অনেকগুলো শেয়ার কিনে ফেলেন এবং লোকসান হয়ে গেলে দোষারোপ করেন।
যারা নিয়ম-কানুন ভাঙ্গে তারাও ছয় সাত দিনের বেশি টিকতে পারেন না। - যারা প্রতিদিন শেয়ার কেনাবেচা করে তারা বেশিরভাগই লোকসান করে, আসলে প্রতিদিন কেনাবেচা Intraday trading মধ্যে পড়ে, এবং Intraday trading অনেকটা জুয়ার মত.
তাই যারা নতুন আছেন তাদেরকে আমি বলব ডেলিভারি ট্রেডিং থেকে ব্যবসা শুরু করুন।
- অনেকেই ব্যবসাকে জুয়া হিসাবে ধরে রাখে।
আপনার যদি সেই একই চিন্তা ভাবনা থাকে তাহলে এই ব্যবসায় আপনার লোকেশন ছড়া লাভ কোনদিন হবে না। - আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিকুইডিটি.
যেমন হচ্ছে gold.
মনে করুন আপনার কাছে 10 হাজার টাকা আছে, ওই 10000 টাকা দিয়ে আপনি সোনা কিনলেন। আবার কিছুক্ষণ পরে চাইবে আপনি ওই সোনা বিক্রি করে টাকা পেয়ে যাবেন।
কিন্তু আপনি যে কোন ব্যবসায় টাকা লাগাচ্ছেন তাহলে সেক্ষেত্রে তো আপনি একসাথে আপনার প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারবেন না।
অর্থাৎ একসাথে পুরো লিকুইডিটি আপনি পাচ্ছেন না।
কিন্তু শেয়ার মার্কেট এবং gold এর ক্ষেত্রে টাকার শেয়ার আপনি কিনতে পারবেন আপনি চাইলে একসাথে সমস্ত শেয়ার বিক্রি করতে পারবেন।
অবশ্য শেয়ার মার্কেট মদের নেশার মত।
আপনার যদি নেশা লেগে যায় তাহলে আপনার জমি জায়গা ধনসম্পত্তির যা কিছু আছে সব শেষ হয়ে যাবে।
তাই খুবই সাবধানে নিজেকে নিয়ন্ত্রিত করে রাখতে হবে।
Join Stock Market Technical Course
শেষ কথা
আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “ভারতীয় স্টক বাজারের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী?” আপনার জ্ঞান অনেক বেড়েছে। আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন।
আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।