জানুন শেয়ার বাজারে বিনিয়োগের প্রকারভেদ (Type of Trading in Bengali)

.

জানুন শেয়ার বাজারে বিনিয়োগের প্রকারভেদ (Type of Trading in Bengali)

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শেয়ারবাজারে বিনিয়োগে প্রকারভেদ কত প্রকার হয়। 

একটি বিনিয়োগের মধ্যে কি কি গুরুত্ব রয়েছে এবং কি কি নিয়ম কানুন রয়েছে। 

সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। 

Trader এর আর্থিক পরিস্থিতি অনুযায়ী, এনালাইসিস এর পদ্ধতি অনুযায়ী এবং শেয়ার মার্কেটে কত খানি সময় দিতে পারবে এর উপরে নির্ভর করে আপনাকে সঠিক ভাবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। 


শেয়ার বাজারে বিনিয়োগের প্রকারভেদ

  • Intraday Trading.
  • Swing trading.
  • Investing.

 

Intraday Trading Rules & Facilities & Disadvantages

  • আপনি কেবল মাত্র 10 থেকে 15 হাজার টাকা লাগিয়ে   প্রতিদিন 300-400 কিংবা তারও বেশি ইনকাম করতে পারবেন। 

কারণ আপনি কুড়ি গুন টাকা লোন (Exposure) পাচ্ছেন। খুবই অল্প সময়ের মধ্যে  লাভ করা সম্ভব। 

  • অসুবিধা হলো সারাক্ষণ কম্পিউটার বা মোবাইলের  সামনে হা করে তাকিয়ে থাকতে হবে. কারণ প্রতি মিনিট শেয়ার ওঠানামা করছে.

আমি আপনাকে হয়তো Free টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মেসেজ করলাম। দশটা বেজে 25 মিনিটে একটি শেয়ার কিনতে বললাম, দেখা গেল আপনি 10:40  মেসেজটি দেখলেন ততক্ষনে শেয়ারের দাম বেড়ে যায়।  তখন  আপনাকে বেশি দামে কিনতে হবে।  এতে  আপনি সুযোগটি হাতছাড়া করলেন। 

অর্থাৎ মার্কেটে সব সময় সজাগ থাকতে হবে। 

  •   Intraday করতে গেলে প্রধান অসুবিধা হলো প্রচুর টেনশন হয়। 

কারণ আপনার চোখের সামনে লাভ-লস সবকিছু আপনি দেখতে পাচ্ছেন।  কোন কারণে যদি প্রচুর লস দেখায় তখন আপনার মানসিক রোগ চলে আসবে। 

 

  • INTRADAY মানে আগেই বলেছি এটা একদিনের খেলা। বাজারে কখন কি দুর্ঘটনা ঘটে যাবে সেটা কি বলতে পারেন না. যেমন কালকে আমার বন্ধুর সাথে হয়েছে, ও Stoploss লাগায়নি বলে 3000 লোকসান দিতে হলো।
Trading-types-Investing
Trading-types-Investing

Swing Trading Rules & Facilities & Advantages

Swing Trading- এই সিস্টেমে আপনি একদিনের বেশি দু সপ্তাহ দু’মাস বা তার বেশি শেয়ার রাখতে পারেন। 

  • এটাতে  টেনশন খুবই কম, সব সময় কম্পিউটারে বসে থাকতে হবে না,  ভালো পজিশনে আপনাকে দেখতে হবে শুধু ধৈর্য রাখতে হবে। 
  • যেমন Wipro কালকে 20 পার্সেন্ট বাড়লো, কেনা হয়েছিল এক মাস আগে. একমাস যারা ধৈর্য্য নিয়ে ধরে রাখতে পেরেছেন।  কালকে একদিন এই সুদ সমেত আসল সব তুলে নিয়েছে. তবে এখানেও স্টপ লস লাগানো খুবই জরুরী। 
  • Delivery Trading  আপনি ব্রোকারের কাছ থেকে কোনও Leverage পাবেন না। 
  • Swing Trading লোকসান Intraday ট্রেডিংয়ের সাথে তুলনায় 90% কম। 

 

Investing Rules & Facilities & Advantages

Investing– বিশেষ করে যারা RD/FIXED DEPOSIT, LIC এবং অন্যান্য জায়গায় টাকা সঞ্চয় করে। 

তাদের আমি বলব ওই সব জায়গায় টাকা না রেখে, শেয়ার মার্কেটে  দীর্ঘমেয়াদি জন্য টাকা রেখে দিতে পারেন। দীর্ঘমেয়াদী বলতে তিন বছরের বেশি, অবশ্য এক বছরের মধ্যে যদি আপনি লাভ হয়ে যায় তা আপনার সৌভাগ্য।

  • বিনিয়োগ করে এবং চোখ বন্ধ করে দিব্যি নিজের কাজে ব্যস্ত থাকতে পারেন.  দীর্ঘ সময় ব্যয় করতে হবে না।
  • 3-4 বছর পর দেখবেন আপনার টাকা 1-2 গুণ বেড়ে গেছে।
  • কোন টেনশন ছাড়া আপনার টাকা আপনাকে ইনকাম করে দেবে, আপনাকে তার পিছনে সময় দিতে হবে না বা খাটতে হবে  না। টাকা থেকে টাকা ইনকাম হবে।
  • এখানেও স্টপ লস লাগাতে হবে আপনার সুবিধার জন্য বলছি।  স্টপ লস লাগবে কি লাগবে না সেটা আপনার উপর নির্ভর করে।

কীভাবে Leverage বা Exposure পাবেন?

লিভারেজ কিংবা এক্সপোজার সম্পর্কে আমি বিস্তারিত জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন

What is Margin Trading in Share Market: Risks and Advantages

Margin Trading কী? শেয়ার বাজারে Exposure বা Leverage বলতে কী বোঝায়?

 

Others Trading (শেয়ার বাজারে বিনিয়োগের প্রকারভেদ – 2)

এছাড়া আরো এক ধরনের শেয়ার কেনাবেচা হয় তাকে

যাকে আমরা ফিউচার ট্রেডিং (Future Trading) বলি

আরেকটি হলো অপশন ট্রেডিং(Option Trading)

আবার অপশন ট্রেডিং এর মধ্যে Call এবং Put থাকে

Future Trading এবং Option Trading এর সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন

Read – ভারতীয় স্টক বাজারের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী

 

শেষ কথা

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “শেয়ার বাজারে বিনিয়োগের প্রকারভেদ” আপনার জ্ঞান অনেক বেড়েছে। আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published.