Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট (Demat & Trading Account)

Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে(Demat & Trading Account)

 

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট (Demat & Trading Account) ব্যাপারে.

আপনারা এর আগে নিশ্চয়ই শুনেছেন ডিম্যাট অ্যাকাউন্ট কিংবা ট্রেডিং অ্যাকাউন্ট ব্যাপারে।

  • সর্বপ্রথম আমরা জানব ডিম্যাট  এবং ট্রেডিং অ্যাকাউন্ট কি ?
  • কি কাজে লাগে?

বিশেষ করে যারা  ব্যবসা করছে কিংবা  চাকরি করছে তারা মাসের শেষে যা কিছু অর্থ উপার্জন করছে তার কিছু অংশ জমা রাখছে ব্যাংক।

তারা ব্যাংক RD করে কিংবা ফিক্সড ডিপোজিট করে কিংবা পোস্ট অফিসে জমা রাখছে।

অনেকে আছে যারা ইন্সুরেন্স করে থাকেন।

তো মানুষ যা ইনকাম করছে তার কিছু অংশ বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করে  থাকে।

এটা খুবই জরুরী কারণ কখন কোন মুহূর্তে আপনার বড় অংকের টাকা প্রয়োজন হতে পারে।

তখন আপনি  এই  সঞ্চিত টাকা  কাজে লাগাতে পারবেন।

 

এবার আসা যাক  Demat & Trading অ্যাকাউন্টের ব্যাপারে।

বিশেষ করে যারা শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড এবং IPO তে  ইনভেস্টমেন্ট করে থাকেন ।

তাদের ক্ষেত্রে এই দুটি একাউন্ট থাকাটা খুবই জরুরী.

কয়েক বছর আগে  মানুষ যখন শেয়ার কেনাবেচা করত তখন সমস্ত হিসাব পত্র কাগজের মাধ্যমে হত।

তাদের কাগজের সার্টিফিকেট দেওয়া হতো।

 

বিশেষ করে যারা প্রতিদিন কেনাবেচা করত তাদের এইসব কাগজেপত্র করা এবং যারা দীর্ঘমেয়াদি  শেয়ার  রেখেছে  তাদের হিসাব পত্র করা খুবই কঠিন হয়ে পড়ে.

বর্তমান দিন ডিজিটাইজেশন  হয়ে গেছে। যেখানে  সমস্ত হিসাব পত্র অনলাইনের মাধ্যমে হচ্ছে এবং আপনি কেবল আপনার মোবাইলের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত ট্রানজেকশন পত্র চেক করতে পারছেন।

আপনি কি কি শেয়ার কিনেছেন আপনার একাউন্টে কত টাকা আছে সবকিছু নিমেষের মধ্যে চেক করতে পারছেন এবং কেনাবেচা করতে পারছেন।

যেকোন শেয়ার কিনতে গেলে আপনাকে ডিম্যাট  এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে,  আপনার ডিম্যাট  অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট সঙ্গে যুক্ত থাকে.  যখনই আপনি কোন শেয়ার কিনছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট  থেকে টাকা কেটে  ট্রেডিং একাউন্টে চলে আসে।

আপনি সমস্ত কেনাবেচা ওই ট্রেডিং অ্যাকাউন্ট এ করতে পারবেন এবং আপনি যখন খুশি চাইলে ওই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এটা হচ্ছে  ট্রেডিং একাউন্ট.

ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে গেলেন কি কি লাগবে।

 

একাউন্ট খোলার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার।

ট্রেডিং অ্যাকাউন্ট খোলার আগে ব্রোকার কোম্পানির সম্পর্কিত কি কি বিষয় জেনে রাখাটা জরুরী সব কিছু আমি  নিচে ভালোভাবে আলোচনা  করেছি

প্রথম হল Technical Chart

বেশিরভাগ Broker কোম্পানি আমাদের টেকনিক্যাল প্লাটফর্ম দিয়ে থাকে। কিন্তু তার মধ্যে কিছু Broker কোম্পানির এই প্লাটফর্ম কিংবা টেকনিক্যাল চার্ট তত বেশি উন্নত মানের নয়।

আমাদের শেয়ার মার্কেটে অ্যানালাইসিস করতে গেলে উন্নত মানের টেকনিকেল চার্ট দরকার হয়।

টেকনিক্যাল চার্ট ছাড়া ট্রেডিং করা অসম্ভব, অতএব আপনাকে দেখে নিতে হবে সব থেকে ভালো উন্নত মানের টেকনিকেল চার্ট কোন Broker কোম্পানি প্রদান করছে।

 

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম

কিছু কিছু কোম্পানির সফটওয়্যার তত বেশি উন্নত মানের নয় কাজ করতে গেলে হয়তো সফটওয়্যার  ধীরগতি হয়ে গেছে কিংবা কাজ করছে  না।

হতেও পারে  তারা যে মোবাইল  এপ্লিকেশন প্রদান করছে সেটাও ভালো নয় তো সেই ক্ষেত্রে একাউন্ট ওপেনিং করার আগে ভালো Broker কোম্পানি আপনাকে বেছে নিতে হবে।

 

তৃতীয় বিষয় হলো ব্রোকারেজ

যে কোম্পানির যত কম ব্রোকারেজ হবে তো আপনার লাভের পরিমাণ টা বাড়বে।

ব্রোকারেজ কি কিভাবে কাজ হয় এর উপরে একটি বিস্তারিত বিবরণ আমি প্রদান করেছি আপনি এই লিংকে ক্লিক করে ব্রোকারেজ এর পুরো বিষয়টি ভালো করে জেনে নিতে পারেন।

 

চতুর্থ বিষয় হল Exposure

  এক্সপোজার বিশেষ করে যারা ইন্ট্রা ডে ট্রেডিং করে তাদের ক্ষেত্রে এক্সপোজার খুবই জরুরী হয়ে থাকে। বর্তমান দিনে এমন অনেক কোম্পানি আছে যারা 10-20 TIME এক্সপোজার দিয়ে থাকে।

  অর্থাৎ আপনার যদি 10000 টাকা ট্রেডিং একাউন্ট থাকে এবং আপনার কোম্পানি যদি আপনাকে দশগুণ এক্সপোজার দিয়ে থাকে তাহলে আপনি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা করতে পারবেন।

আমি পূর্ববর্তী নিবন্ধে এক্সপোজার বা লিভারেজ সম্পর্কে ইতিমধ্যে বিশদ ব্যাখ্যা করেছি। পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন – Exposure or Leverage

এখন আপনি পড়ছেন – Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট (Demat & Trading Account)

Broker কাস্টমার সার্ভিস

পরবর্তী বিষয় হ’ল Customer Care or Customer Support. কিছু সময় অবিলম্বে সমর্থন প্রয়োজন। আপনি যদি সম্পর্কিত সমস্যা, নিষ্পত্তি সম্পর্কিত, সফটওয়্যার হ্যাং ইত্যাদি ইস্যুতে স্টক কেনা বা বেচার সমস্যা মুখোমুখি হন। সেই সময় গ্রাহক সমর্থন খুব গুরুত্বপূর্ণ

আপনার কেনাবেচা কিংবা শেয়ার এর উপরে কোন ধরনের সমস্যা থাকলে ওই সমস্যা সমাধানের জন্য কাস্টমার সার্ভিস। আপনাকে ঠিকমত সাপোর্ট দিচ্ছে কি দিচ্ছে না এটা অবশ্য দেখে নেবেন।

 

কোম্পানির ব্যাকগ্রাউন্ড (Company Background)

ষষ্ঠ বিষয় হল  কোম্পানির ব্যাকগ্রাউন্ড। অ্যাকাউন্ট খোলার আগে ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড টা অবশ্যই দেখবেন।

 ভারতের কতজন মানুষ ওই কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট ওপেনিং করেছে। তাদের রিভিউটা কেমন আছে, কত সালে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে।

এই কোম্পানির সাথে কোন কোন ব্যক্তি জড়িত আছে। এই সমস্ত বিষয় একবার আপনি ভালো করে দেখে নিবেন।

demat Account

কিছু কোম্পানির লুকোনো  চার্জেস থাকে,  অর্থাৎ তারা বাৎসরিক 400- 500 টাকা কেটে নেয়। মেনটেনেন্স চার্জ থাকে, DP  চার্জেস।

এবং অন্যান্য কিছু হিডেন চার্জ থাকে। এইগুলো ভালো করে যাচাই করে নেবেন।

অ্যাকাউন্ট ওপেনিং করার আগে, কোম্পানি আপনাকে এই সমস্ত সার্ভিস  ঠিকমতো প্রদান করছে কি করছে না সেটা দেখে নেবেন।

 

এখন আপনি পড়ছেন – Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট (Demat & Trading Account)

ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে গেলেন কি কি লাগবে?

এবার জানব ডিম্যাট অ্যাকাউন্ট এর ব্যাপারে। 

যখন আমরা কোনো শেয়ার কিনছি এবং একদিনের বেশি hold  করছি।

তখন শেয়ারটি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ডিম্যাট অ্যাকাউন্ট  ট্রান্সফার হয়ে যায়।

আমাদের সমস্ত শেয়ার ডিম্যাট অ্যাকাউন্ট জমা থাকে।

.অতএব  শেয়ার কেনাবেচা করতে গেলেDemat & Trading অ্যাকাউন্ট থাকা অনিবার্য।

ভারতের 100 টার বেশি ব্রোকার কোম্পানি আছে যেখান থেকে আমরা এই দুটি অ্যাকাউন্ট খুলতে পারবো।

 

Bank Cancel Cheque

Aadhaar Card & Pancard

Aadhaar Card linked with Mobile No

300 থেকে 500 টাকা অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস,  আবার অনেক সময় ফ্রিতে একাউন্ট অপেনিং করা হয়.

 

Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট (Demat & Trading Account)

UPSTOX
ZERODHA
5 PAISA
ANGEL

 

 

Open Free Demat Account on Upstox

 

আশা করি ডিম্যাট এবং ট্রেডিং একাউন্ট এর পুরো বিষয়টি আপনার কাছে জলের মত পরিস্কার হয়ে গেছে ।

যদি আপনার  কোন কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন।  আমরা নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান করব।

 

শেয়ার মার্কেট সম্পর্কিত প্রতিনিয়ত আপডেট এবং টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কিত পুরো তথ্য আমাদের এই ওয়েবসাইটে আপনি পাবেন।

সুতরাং আমাদের এই ওয়েবসাইটের সাথে আপনি জড়িত থাকুন। আশা করব এই ওয়েবসাইটটি আপনাকে সন্তুষ্ট করবে।

 

জানুন শেয়ার মার্কেট সম্পর্কে বেসিক ধারণা । Share Market in Bengali

শেয়ার মার্কেট Technical Analysis শিখুন। Learn Stock Market Technical Analysis

Margin Trading কী? শেয়ার বাজারে Exposure বা Leverage বলতে কী বোঝায়?

শেষ কথা

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট (Demat & Trading Account) আপনার জ্ঞান অনেক বেড়েছে। আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

 

Leave a Reply

Your email address will not be published.