শেয়ার মার্কেট Technical Analysis শিখুন। Learn Stock Market Technical Analysis

শেয়ার মার্কেট Technical Analysis শিখুন। Learn Stock Market Technical Analysis

 

শেয়ারবাজার, জুয়া খেলা নয়। এটি খাঁটি স্মার্ট ব্যবসা। অন্যান্য ব্যবসায়ের মতো, আপনাকে এটি সম্পর্কে শিখতে হবে এবং এ সম্পর্কে অনুশীলন করতে হবে। শেয়ার বাজারের স্মার্ট ব্যবসা কারণ এখানে নতুন ব্যবসা শুরুর জন্য বড় কাঠামো, জনশক্তি এবং অন্য কোনও দাবির প্রয়োজন নেই।

সুতরাং এখন আমরা আলোচনা করব কীভাবে আপনি স্টক মার্কেট সম্পর্কে শিখতে পারেন এবং লাইভ ট্রেডিং বাস্তবায়ন করতে পারেন।
প্রথমে আমরা স্টক মার্কেট বিশ্লেষণের ধরণগুলি ব্যাখ্যা করব।


আজকে আমাদের আলোচনার বিষয় হলো শেয়ার মার্কেট এনালাইসিস (Stock Market Analysis)

একটা উদাহরণ দিই মাধ্যমিকের অংক বইতে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিত  এই ভাগগুলি থাকে, ঠিক তেমনি শেয়ার মার্কেটে কাজ শেখার তিনটি ভাগ থাকে

টেকনিক্যাল এনালাইসিস (Technical Analysis)

ফান্ডামেন্টাল এনালাইসিস (Fundamental Analysis)

সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)

 

টেকনিক্যাল অ্যানালাইসিস

টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের ক্যান্ডেল, টেকনিক্যাল গ্রাফ, এবং  সূচক (Indicators) থাকে

যেমন দেখবেন  Road cross এ তিনটি সিগন্যাল দেখতে পান লাল সিগন্যাল আপনাকে থামতে বলছে হলুদ সিগন্যাল আপনাকে প্রস্তুত থাকতে বলছে এবং সবুজ সিগনাল আপনাকে এগিয়ে যেতে বলছে

technical Chart
technical Chart

ঠিক তেমনি শেয়ার মার্কেটে ওই ক্যান্ডেল গুলো এবং সূচকগুলো আপনাকে সংকেত দেয়, সিগনাল দেয়  শেয়ার উপরে যাবে না নিচে যাবে

অতএব ক্যান্ডেল যখন আপনাকে সংকেত দেবে শেয়ার বাড়তে পারে তখন আপনি কিনে নেবেন, আবার যখন সংকেত আসবে শেয়ার পড়বে তখন আপনি বিক্রি করে দেবেন যদি আন্দাজে কেনাবেচা করেন তাহলে আপনার লোকসান হয়ে যাবে

 

টেকনিক্যাল এনালাইসিস সম্বন্ধে আপনারা আরেকটু বিস্তারিত ভাবে আপনাকে জানাই

ক্যান্ডেল (candle)

টেকনিকেল চার্ট মধ্যে আপনি ক্যান্ডেল (candle) পাবেন
বিভিন্ন ধরনের ক্যান্ডেল হয়, তাদের আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা কাজ হয়ে থাকে

প্রত্যেকটি ক্যান্ডেল সম্পর্কে আপনাকে জানতে হবে

এ ক্যান্ডেল সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন

*************************

candle-chart
candle-chart

Types of Candles

ইন্ডিকেটর (Indicator)

পরবর্তী হল টেকনিক্যাল চার্ট মধ্যে আপনি বিভিন্ন ধরনের ইন্ডিকেটর পেয়ে যাবেন

যেমন আমি আপনাদের আগেই বলেছি ইন্ডিকেটর আমাদের শেয়ার কেনা এবং বিক্রি করার সিগনাল দেয়
তবে শেয়ার মার্কেটে প্রায় 80 ধরনের ইন্টিগ্রেটেড থাকে
যেমন – RSI, MACD, EMA, PIVOT POINT, PARABOLIC SAR. ETC.

technical-indicator
technical-indicator

প্রত্যেকটি ইন্ডিকেটর কে কিভাবে ব্যবহার করবেন, কোন ইন্ডিকেটর এর কি কাজ সেটা আপনাকে জানতে হবে

ইন্টিগ্রেটেড সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন

Top 10 Technical Strategies to Find Trending Stocks In India

টেকনিক্যাল চার্ট প্যাটার্ন

আরো একটি হল টেকনিক্যাল চার্ট প্যাটার্ন

সময় অনুসারে প্রত্যেকটি শেয়ার একটি নির্দিষ্ট চার্ট প্যাটার্ন অনুসারে ওঠানামা করতে থাকে

কোন শেয়ার কোন প্যাটার্নকে অনুসরণ করছে, এটা শিখতে পারলে আপনি নিজে থেকে বুঝে উঠতে পারবেন কোন শেয়ারের দাম বাড়বে না কমবে

অতএব ক্যান্ডেল, টেকনিক্যাল চার্ট পেটার্ন, টেকনিক্যাল ইন্ডিকেটর সবকিছুই আপনাকে শিখতে হবে

অবশ্য পরবর্তী রচনাগুলিতে আমি প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব

 আপনি যদি সব কিছু শিখতে চাই চান তাহলে আমাদের ওয়েবসাইটের সাথে আপনাদের যুক্ত থাকতে হবে

ফান্ডামেন্টাল এনালাইসিস

দ্বিতীয় হল ফান্ডামেন্টাল এনালাইসিস বিশেষ করে যারা Economics পড়াশোনা করেছে তাদের জন্য এটা বুঝতে সুবিধা হয়

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে কোন কোম্পানির পুরো ইতিহাস কে বোঝায় যেমন মনে করুন গোদরেজ কোম্পানি কোম্পানিতে কতজন কাজ করছে, গোদরেজ কোম্পানির শাখা কতগুলো রয়েছে, প্রশাখা কতগুলো রয়েছে, কোম্পানির বাৎসরিক মাসিক ইনকাম কত

কোম্পানি ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছে কোম্পানির যত স্টাফ আছে তারা ভালো না খারাপ,  কোম্পানির বিরুদ্ধে কোনো খারাপ তথ্য আছে কিনা কোম্পানি প্রোডাক্ট কত ভালো  অর্থাৎ যাবতীয় তথ্য যা কিছু আছে সবকিছু ফান্ডামেন্টাল এনালাইসিস এর মধ্যে পড়ে

fundamental
fundamental

আপনি যদি কোন কোম্পানির তথ্য ভালো করে বুঝে উঠতে পারেন এবং সর্বশেষে যদি মনে হয় কোম্পানি খুব ভালো, তখনই আপনি ওই কোম্পানির শেয়ার কিনতে পারেন এবং ওই কোম্পানি আপনাকে প্রচুর টাকা লাভ দেবে

 

সহজ কথায় আপনি একটি মোবাইল কিনতে যাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনি ওই মোবাইলের  রেম, সাউন্ড কোয়ালিটি, ক্যামেরা , ব্যাটারি যাবতীয় সব কিছু চেক করে তবে তো আপনি মোবাইলটি কিনছেন.

 

ঠিক তেমনি ভাবে শেয়ার কিনতে গেলে ভালো কোম্পানি খুঁজতে হবে এবং তার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস শিখতে হবে

 

সেন্টিমেন্টাল অ্যানালাইসিস

তৃতীয় হলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস

বাজারে যখন খারাপ খবর আসবে, তখন শেয়ারের দাম পড়তে থাকে, যেমন করোনা ভাইরাস আস্তে শেয়ার মার্কেটে সমস্ত শেয়ারের দাম পড়ে গেছে, 500 টাকা শেয়ার পড়তে পড়তে 250 টাকা এসে পৌঁছে গেছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস

কিছুদিন আগে ডলারের দাম বাড়ছে টাকা দাম পড়ছে, এটা একটা খারাপ নিউজ তখন শেয়ার আরো বেশি পড়ছে অর্থাৎ বাজারে ভালো খবর এলে শেয়ার দাম বৃদ্ধি আবার যদি খারাপ খবর আসে, তাহলে শেয়ারের দাম পড়বে

অতএব আপনাকে টিভিতে নিউজ গুলো দেখতে হবে, যে মার্কেটের অবস্থা কেমন যখন দেখছেন যে কোন দেশে মারপিট হয়েছে যুদ্ধ হয়েছে খারাপ খবর আছে সেদিন কেনাবেচা না করাই ভালো

Read – জানুন শেয়ার মার্কেট সম্পর্কে বেসিক ধারণা । Share Market in Bengali

Read – Margin Trading কী? শেয়ার বাজারে Exposure বা Leverage বলতে কী বোঝায়?

শেষ কথা

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “শেয়ার মার্কেট Technical Analysis শিখুন। Learn Stock Market Technical Analysis” আপনার জ্ঞান অনেক বেড়েছে। আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published.