Intraday Trading জন্য Stock খুঁজুন মাত্র 2 মিনিটের মধ্যে
Intraday Trading জন্য Stock খুঁজুন মাত্র 2 মিনিটের মধ্যে
Table of Contents
বন্ধুরা আজ আমাদের বিষয় – Intraday Trading জন্য Stock খুঁজুন মাত্র 2 মিনিটের মধ্যে।
আপনি যদি কোন ধরনের Analysis না করে যেকোনো শেয়ার কিনে ফেলেন, তাহলে আপনার অবশ্যই লোকসান হয়ে যাবে।
তাই Intraday ট্রেডিং করতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু Analysis করতে হবে।
শেয়ার মার্কেটে বিভিন্ন এক্সপার্ট বিভিন্ন ধরনের Technical Analysis করে থাকে।
আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টেকনিক্যাল পদ্ধতি আলোচনা করব যেগুলোর সাহায্যে আপনি ইন্ট্রা ডে ট্রেডিং জন্য ভালো শেয়ার খুঁজতে পারবেন।
Technical Indicators Use
ইন্ট্রাডে স্টক খুঁজে পেতে আপনাকে Technical Indicators ব্যবহার করতে হবে।
ভালো শেয়ার খুঁজতে হলে আপনি শেয়ার মার্কেটের RSI ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।
RSI – Relative Strength Index
Intraday Trading য়ের জন্য এই ইন্ডিকেটর খুবই উপযোগী।
যখন কোনো শেয়ারের RSI Level 20 নীচে নেমে যাবে অর্থাৎ Over Sold Zone পৌঁছে যাবে. তখন আপনি ওই শেয়ার কিনতে পারেন।
আবার যখন কোনো শেয়ার Over Bought Zone অর্থাৎ 80- 85 মধ্যে দেখতে পাবেন তখন আপনি ওই শেয়ারে শর্টসেল করতে পারেন।
অবশ্যই RSI Indicator ব্যবহার করার সময় ক্যান্ডেলের Time Frame 15 থেকে 30 মিনিটের মধ্যে রাখবেন।
RSI Indicator ইন্ডিকেটর সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
ব্রেকআউট ও ব্রেক ডাউন (Breakout & Breakdown Strategy)
দ্বিতীয় পদ্ধতি হলো ব্রেকআউট ও ব্রেক ডাউন।
যখন কোনো শেয়ার একাধিক মুভিং এভারেজ একই সাথে cross করে উপরের দিকে উঠছে তখন তাকে ব্রেকআউট (Breakout)বলছে।
এই ব্রেকআউট পজিশনে আপনি শেয়ার কিনতে পারেন।
আবার যখন কোনো শেয়ার একাধিক মুভিং এভারেজ অতিক্রম করে নিচের দিকে যাওয়া শুরু করে তখন তাকে ব্রেকডাউন(Breakdown) বলছে।
যদি ব্রেকডাউন হয় তাহলে আপনি শর্টসেল(Short Sell) করতে পারেন।
Breakout & Breakdown ও short sell সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
অবশ্যই খেয়াল রাখবেন Analysis করার সময় stock টাইম frame 30 min to 1 hour হতে হবে।
200 Days Moving Average
পরবর্তী পদ্ধতি হলো 200 দিনের মুভিং এভারেজ।
শেয়ার মার্কেটে যতগুলি মুভিং এভারেজ ব্যবহার করা হয়ে থাকে তাদের মধ্যে 200 মুভিং এভারেজ সবথেকে গুরুত্বপূর্ণ।
যদি কোন সে আর তার সর্বোচ্চ স্থান থেকে পড়তে পড়তে 200 days মুভিং এভারেজ এ কাছে এসে পৌঁছে যায়, তাহলে অত্যন্ত সম্ভাবনা থাকে ওই শেয়ারটি 200 days মুভিং এভারেজ কে স্পর্শ উপরের দিকে ওঠার চেষ্টা করবে।
অতএব যখন কোনো শেয়ার 200 মুভিং এভারেজ এর কাছাকাছি চলে আসবে, আপনি শেয়ার কিনতে পারেন।
অবশ্য এক্ষেত্রে ক্যান্ডেলের টাইমফ্রেম 30 মিনিট থেকে 60 মিনিট হতে হবে।
সাপোর্ট এবং রেসিসটেন্স (Support & Resistance)
পরবর্তী পদ্ধতির হলো সাপোর্ট এবং রেসিসটেন্স।
প্রত্যেকটি শেয়ার তার নিজস্ব Support এবং Resistance কে অনুসরণ করে থাকে।
অর্থাৎ যখন কোনো শেয়ার গুরুত্বপূর্ণ সাপোর্ট এর কাছে এসে পড়ে, আপনি ওই শেয়ার টি কিনতে পারেন।
আবার যখন কোনো শেয়ার কোন শক্তি রেসিস্টেন্স এর কাছে এসে যায়, তখন শেয়ারের দাম নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
অতএব আপনি চাইলে রেসিসটেন্স এর কাছে শর্টসেল করতে পারবেন।
সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
যদিও আমি এই প্রত্যেকটি পদ্ধতির সম্পর্কে আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করেছি।
নিচে আমি প্রত্যেকটি পদ্ধতির লিংক দিয়ে দিচ্ছি আপনি ক্লিক করে দেখতে পারেন।
আপনি যদি intraday trading এর জন্য শেয়ার খুঁজছেন, তাহলে আপনি উপরিউক্ত পদ্ধতি গুলি ব্যবহার করতে পারেন।
কিছু গুরুত্বপূর্ণ নিয়ম
- আমি যতগুলি পদ্ধতি বলেছি প্রত্যেকটির টাইমফ্রেম 30 মিনিট থেকে 1hour এর মধ্যে হতে হবে। মাঝেমধ্যে প্রয়োজন হলে আপনি দু’ঘণ্টা কিংবা 4 ঘন্টার ও 1 Day টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন।
- আপনি যদি শেয়ার মার্কেটে নতুন, প্রত্যেকটি পদ্ধতি উপরে এনালাইসিস করুন ব্যাক test করুন। যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হচ্ছে. সেই পদ্ধতি আপনি কাজে লাগাতে পারেন।
- দুপুর ২ টার পর কোন ট্রেড করবেন না।
- Upper সার্কিট বা Lower সার্কিটের স্টক ট্রেড করবেন না।
- সর্বদা উচ্চ ভলিউমড স্টক নির্বাচন করুন।
- খবর ভিত্তিক স্টক উপেক্ষা করুন। কোন স্টক ফলাফল, বোর্ড মিটিং ঘোষণা করা হবে, এই ধরনের স্টক উপেক্ষা।
শেষ কথা:-
আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “কিভাবে Sbi CSP এর জন্য আবেদন করবেন? Sbi CSP Commission List” আপনার জ্ঞান অনেক বেড়েছে। যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
আপনি যদি Share Market Course সম্পর্কে জানতে চান তবে আপনি আমাদের শেয়ার বাজার বিশ্লেষণ কোর্সে যোগ দিতে পারেন।
আমি নীচে কোর্সের বিশদ লিঙ্ক Add করেছি।
Read In Bengali
- Chartink Screener শেয়ার বাজারের সেরা Screener
- YONO SBI থেকে কিভাবে Money transfer করবেন?
- Intraday এবং delivery Trading মধ্যে পার্থক্য?
- শেয়ার মার্কেট এ কাজ করতে গেলে কি কি থাকা দরকার?
- শেয়ারের দাম ওঠানামা করে কেন ? ( Why The Share Price Fluctuates?)
Read In English
- How To Get SBI Kiosk Banking (Mini Branch or CSP) From Sanjivanivf
- MACD Full Form, MACD Indicator How To Use, MACD Crossover Screener
- How To Get Free Sure shot Intraday Tips For Today
- What Is Stop Loss In Share Market, Place Stop Loss Order, What Is Stop Loss Hunting
- Best RSI Settings for Intraday
Stock Market Course
Stock Market Courses
Share Market Courses
Learn Stock Market
Stock Marketing Basics
Technical Analysis Of Stocks
Share Trading Course
Stock Market Courses Online
Technical Analysis Course
Learn Stock Market Trading