শেয়ারের দাম ওঠানামা করে কেন ? ( Why The Share Price Fluctuates?)

শেয়ারের দাম ওঠানামা করে কেন ?
( Why The Share Price Fluctuates?)

আমরা আজ শেয়ারের দাম ওঠানামা বিষয়ে আলোচনা করব।শেয়ারের দাম ওঠানামা করে কেন ? ( Why The Share Price Fluctuates?)

আপনাদের সবার মনে একটাই প্রশ্ন থাকে শেয়ারের দাম ওঠানামা করে কেন ?

 কিভাবে হয় এটা?

 মনে করুন বন্ধন ব্যাংক এর এখন দাম চলছে 340 টাকা এক মিনিট পরে দেখবেন 342 টাকা হয়ে গেছে বা 338 টাকা হয়ে গেছে অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে শেয়ারের দামটা ওঠানামা করছে।

আমি খুব সহজ-সরল উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাবো।

এর পিছনে প্রচুর কারণ রয়েছে।  আমি প্রতিটি পয়েন্ট আলোচনা করব।
সুতরাং আমাদের সাথে থাকুন।

ক্রেতা ও বিক্রেতার পরিমাণ(Volume of Buyer & Seller)

 

মনে করুন আপনি বাজারে মাছ কিনতে গেছেন।

বাজারে দুটি মাছ দোকান আছে, একটিতে  3-4 জন খরিদ্দার দাঁড়িয়ে আছে। আরেকটিতে 15 – 20 জন লাইন ধরে দাঁড়িয়ে আছে।

এবার আপনি বলুন আপনি কার কাছে যাবেন। স্বাভাবিকভাবে আপনার মনে এটাই আসবে যার দোকানে ভিড় বেশি সেখানকার মাছ হয়তো সস্তা কিংবা ভালো তাজা মাছ পাওয়া যাচ্ছে।

এখন নিশ্চয়ই আপনি তারই কাছে যাবেন।

শেয়ারের দাম ওঠানামা করে কেন ( Why The Share Price Fluctuates)
pixabay.com

 

এবং দেখবেন আরেকটি মাছের দোকান যেখানে ভিড় কম, ওখানে হয়তো মাছের দাম বেশি কিংবা খারাপ মাছ বিক্রি হচ্ছে তাই সেখানে খরিদ্দার কম।

 

শেয়ার মার্কেটে খানিকটা এই ধরনের নিয়ম দেখতে পাওয়া যায়।

 

বন্ধন ব্যাংক এর দাম চলছে 340 টাকা এবং মনে করুন 100 জন আছে যারা এই শেয়ার টিকে কিনতে কিংবা বিক্রি করতে ইচ্ছুক, প্রশ্ন আসে কয়জন বিক্রি করতে ইচ্ছুক এবং কয়জন কিনতে ইচ্ছুক।

 

যদি কেনার সংখ্যা  বিক্রি করার সংখ্যা থেকে বেশি হয়, তাহলে শেয়ারের দাম বাড়বে।

100 জনের মধ্যে  70 জন যদি শেয়ার  কেনে এবং 30 জন যদি বিক্রি করতে চায় ওই একই সময়ের মধ্যে,

 তাহলে স্বাভাবিকভাবে যার পাল্লা ভারী অর্থাৎ ক্রেতার পাল্লা ভারী, সেক্ষেত্রে শেয়ারের দাম বাড়বে।

 

আবার যদি এর উল্টো হয়, ক্রেতা থেকে যদি বিক্রেতার সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে শেয়ারের দাম পড়বে।

অপ্রাকৃত হঠাৎ ঘটনার কারণ

দেখবেন যখন করোনা ভাইরাসের (Corona Virus) প্রকোপ অত্যন্ত বেশি দেখা গেছিল   মার্চ এপ্রিল মাসের দিকে তখন দেখবেন  প্রতিদিন সমস্ত শেয়ারের দাম পড়ছিল।

সবাই বিক্রি করে পালিয়ে আসছিল। অর্থাৎ ক্রেতা থেকে বিক্রেতা সংখ্যাটা সেই মুহূর্তে বেশি ছিল, সমস্ত  শেয়ারের দাম পড়ছিল।

 

শেয়ার কোম্পানির সংবাদ প্রভাব

প্রত্যেকদিন বিভিন্ন কোম্পানির শেয়ারের রেজাল্ট(Result), মিটিং, অন্যান্য ধরনের অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে

এবং এই নিউজগুলো শেয়ারকে নানান ভাবে প্রভাবিত করে ভালো নিউজ আসলে শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা থাকে আবার খারাপ কোন নিউজ শেয়ারের দাম পড়ার সম্ভাবনা থাকে.

অতএব যে কোন শেয়ারের ওঠানামা পিছনে এই ধরনের নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে.

আপনি কীভাবে শেয়ারের ক্রেতা বা বিক্রেতার বেশি যাচাই করতে পারেন?

এবার তাহলে আপনি বুঝবেন কি করে আপনি যে সেট টা কিনতে যাচ্ছেন তাতে বিক্রেতা বেশি রয়েছে না ক্রেতা বেশি রয়েছে।

এর উত্তর হলো যখন আপনি শেয়ার কিনতে যাবেন  শেয়ার কেনার আগে কম্পিউটার বা মোবাইলে ওই নির্দিষ্ট শেয়ারের বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা অনুপাত আপনাকে দেখিয়ে দেবে. আমরা ভলিউম (Volume) বলতে পারি।

 

যাইহোক যখন আমি ভিডিও বানাবো আমি এই বিষয়টা আরো পরিষ্কার করে দেবো.

 

আপনার যদি শেয়ার বাজার সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা না থাকে।

এবং আপনি যদি শেয়ার বাজারের কাজ শিখতে চান।

তারপরে আপনি আমাদের-শেয়ার মার্কেট টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে পারেন।

আপনি শেয়ার বাজারের সমস্ত কাজ শিখতে পারবেন মাত্র 799 টাকায়।

এবং আপনি শেয়ার বাজার থেকে প্রতি মাসে ভাল অর্থ উপার্জন করতে পারেন।
হোয়াটসঅ্যাপ নং – 8392091411

শেষ কথা

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “শেয়ারের দাম ওঠানামা করে কেন ? ( Why The Share Price Fluctuates?)” আপনার জ্ঞান অনেক বেড়েছে। আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

 

Recent Posts

 

Leave a Reply

Your email address will not be published.