YONO SBI থেকে কিভাবে Money transfer করবেন?
YONO SBI থেকে কিভাবে Money transfer করবেন?
Table of Contents
হ্যালো বন্ধু আজ আমরা শিখব, YONO SBI থেকে কিভাবে Money transfer করবেন?
কীভাবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক কোন ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা Transfer করতে পারেন।
তার সাথে সাথে আমরা জানব একসাথে আপনি কত টাকা পাঠাতে পারবেন।
টাকা ট্রান্সফার করতে কত সময় লাগে? টাকা টান্সফার করলে কত টাকা চার্জ কাটে?
মানি ট্রান্সফারের সম্বন্ধে সবার মনে এই ধরনের নানান প্রশ্ন রয়েছে। বিস্তারিত জানতে হলে নিচের পুরো লেখাটি পড়ুন।
YONO SBI
সর্বপ্রথম আপনাকে YONO SBI APP Login করতে হবে।
Front Page আপনি YONO PAY অপশন পেয়ে যাবেন।
ক্লিক করুন.
এখান থেকে আপনি তিনটি পদ্ধতিতে টাকা টান্সফার করতে পারবেন.
প্রথম হল 1st – Quick Transfer
2nd – IMPS
3rd – BHIM PAY
Quick Transfer
এখান থেকে আপনি একদিনে সর্বাধিক একজনকে 25 হাজার টাকা পর্যন্ত টাকা টান্সফার করতে পারবেন। কোন ধরনের Add Beneficiary না করে।
Quick Transfer অপশনে ক্লিক করুন।
যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চাইছেন।
ওই অ্যাকাউন্ট হোল্ডার এর নাম Bank Account No এবং IFSC কোড fill করুন।
অন্তিমে OTP চাইবে, OTP দিয়ে আপনি টাকা টান্সফার করতে পারেন।
দ্বিতীয় হল Add Beneficiary
অর্থাৎ যার একাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নম্বর আপনাকে প্রথম রেজিস্ট্রি করতে হবে।
Pay to Beneficiary তে ক্লিক করুন।
আপনাকে প্রোফাইল (Profile Password) পাসওয়ার্ড চাইবে।
প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, সেখানে ব্যাংক ফোল্ডারের নাম + অ্যাকাউন্ট নাম্বার সংযুক্ত করুন।
খেয়াল রাখবেন Add Beneficiary করার সময় আপনাকে দুটি অপশন দেখাবে।
Sbi Account/ Other Bank Account.
যে ব্যাংক একাউন্ট আপনি সংযুক্ত করতে চাইছেন, এটি স্টেট ব্যাংকের অন্তর্ভুক্ত না অন্য কোন ব্যাংকের অন্তর্ভুক্ত।
. যদি অ্যাকাউন্ট অন্য ব্যাংকের অন্তর্ভুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে Bank Name এবং IFSC কোড চাইবে।
তারপর কত লিমিট রাখতে চাইছেন, ওটা নির্ধারণ করুন।
মিনিমাম ট্রান্সফার মানি এক টাকা দিতে পারেন। তারপর OTP দিয়ে ওই 1 টাকা ট্রান্সফার করুন।
এই Add Beneficiary Active হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।
Beneficiary Addহয়ে গেলে আপনি সরাসরি কাস্টমারের একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।
Money Transfer চার্জ
YOPO SBI কিংবা নেট ব্যাংকিং এর মাধ্যমে মানি ট্রান্সফার করলে কোন ধরনের চার্জ কাটবে না।
তবে আপনার যদি জনধন যোজনা অন্তর্ভুক্ত একাউন্ট সেক্ষেত্রে আপনি এক মাসে চার বারের বেশি টাকা টান্সফার করলে 17 টাকা প্রতি ট্রানস্ফার কেটে নিব।
কারেন্ট একাউন্ট কিভাবে সেভিংস একাউন্টে ক্ষেত্রে এই ধরনের কোন চার্জ কাটে না।
দৈনিক Money transfer limit
আপনি যদি Quick Pay মাধ্যমে টাকা টান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে আপনি একদিনে কেবল মাত্র একজন কে সর্বাধিক 25000 টাকা পাঠাতে পারবেন।
তাতে বেনিফিসারী লিস্টে যে সমস্ত অ্যাকাউন্টগুলি Register করেছেন। সেগুলো তো আপনি দুই লাখের মতো টাকা ট্রান্সফার করতে পারবেন।
Some Important Articles
- How To Get SBI Kiosk Banking (Mini Branch or CSP) From Sanjivanivf
- MACD Full Form, MACD Indicator How To Use, MACD Crossover Screener
- How To Get Free Sure shot Intraday Tips For Today
- What Is Stop Loss In Share Market, Place Stop Loss Order, What Is Stop Loss Hunting
- Best RSI Settings for Intraday
শেষ কথা
আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “ব্যাংক অ্যাকাউন্টে টাকা Transfer করতে পারেন” আপনার জ্ঞান অনেক বেড়েছে।
আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
Join Our WhatsApp Group & Get Free
********************************************************************************************************************
Join Our Telegram Group & Get Free
- শেয়ারের দাম ওঠানামা করে কেন ? ( Why The Share Price Fluctuates?)
- কিভাবে Free Intraday Tips Or Call পাবেন? ইনকাম করার সুবর্ণ সুযোগ!!
- জানুন শেয়ার বাজারে বিনিয়োগের প্রকারভেদ (Type of Trading in Bengali)
- ভারতীয় স্টক বাজারের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী
- Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট (Demat & Trading Account)