YONO SBI থেকে কিভাবে Money transfer করবেন?

YONO SBI থেকে কিভাবে Money transfer করবেন?

 

হ্যালো বন্ধু আজ আমরা শিখব, YONO SBI থেকে কিভাবে Money transfer করবেন?

কীভাবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক কোন ও ব্যাংক অ্যাকাউন্টে টাকা Transfer করতে পারেন।

 তার সাথে সাথে আমরা  জানব একসাথে আপনি কত টাকা পাঠাতে পারবেন।

টাকা ট্রান্সফার করতে কত সময়  লাগে? টাকা টান্সফার করলে কত টাকা চার্জ কাটে?

 মানি ট্রান্সফারের সম্বন্ধে সবার মনে এই ধরনের নানান প্রশ্ন রয়েছে। বিস্তারিত জানতে হলে নিচের পুরো লেখাটি পড়ুন।

YONO SBI 

সর্বপ্রথম আপনাকে YONO SBI  APP Login  করতে হবে।

Front Page আপনি YONO PAY  অপশন পেয়ে যাবেন।

 

yono-sbi
yono-sbi

ক্লিক করুন.

এখান থেকে আপনি তিনটি পদ্ধতিতে টাকা টান্সফার করতে পারবেন.

 

 

প্রথম হল 1st – Quick Transfer

            2nd –  IMPS

            3rd – BHIM PAY

Quick Transfer

এখান থেকে আপনি একদিনে সর্বাধিক একজনকে 25 হাজার টাকা পর্যন্ত টাকা টান্সফার করতে পারবেন। কোন ধরনের Add Beneficiary  না করে।

Quick Transfer অপশনে ক্লিক করুন।

যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চাইছেন।

ওই অ্যাকাউন্ট হোল্ডার এর নাম Bank Account No এবং IFSC কোড fill করুন।

 quick pay
quick pay
transfer money by quick pay
transfer money by quick pay

 

অন্তিমে OTP চাইবে, OTP দিয়ে আপনি টাকা টান্সফার করতে পারেন।

 

দ্বিতীয় হল Add Beneficiary

অর্থাৎ যার একাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নম্বর আপনাকে প্রথম রেজিস্ট্রি করতে হবে।

Pay to Beneficiary তে ক্লিক করুন।

আপনাকে প্রোফাইল (Profile Password) পাসওয়ার্ড চাইবে।

প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, সেখানে ব্যাংক ফোল্ডারের নাম + অ্যাকাউন্ট নাম্বার সংযুক্ত করুন।

খেয়াল রাখবেন  Add Beneficiary করার সময় আপনাকে দুটি অপশন দেখাবে।

Sbi Account/ Other Bank Account.

Add-beneficiary
Add-beneficiary

যে ব্যাংক একাউন্ট আপনি সংযুক্ত করতে চাইছেন, এটি স্টেট ব্যাংকের অন্তর্ভুক্ত না অন্য কোন ব্যাংকের অন্তর্ভুক্ত।

. যদি অ্যাকাউন্ট অন্য ব্যাংকের অন্তর্ভুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাছ থেকে Bank Name  এবং IFSC কোড চাইবে।

তারপর কত লিমিট রাখতে চাইছেন, ওটা  নির্ধারণ করুন।

 

মিনিমাম ট্রান্সফার মানি  এক টাকা দিতে পারেন। তারপর OTP  দিয়ে ওই 1  টাকা ট্রান্সফার করুন।

 

এই Add Beneficiary Active হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।

Beneficiary Addহয়ে গেলে আপনি সরাসরি কাস্টমারের একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।

Money Transfer চার্জ

YOPO SBI কিংবা নেট ব্যাংকিং এর মাধ্যমে মানি ট্রান্সফার করলে কোন ধরনের চার্জ কাটবে না

তবে আপনার যদি জনধন যোজনা অন্তর্ভুক্ত একাউন্ট সেক্ষেত্রে আপনি এক মাসে চার বারের বেশি টাকা টান্সফার করলে 17 টাকা প্রতি ট্রানস্ফার কেটে নিব

কারেন্ট একাউন্ট কিভাবে সেভিংস একাউন্টে ক্ষেত্রে এই ধরনের কোন চার্জ কাটে না

দৈনিক Money transfer limit

আপনি যদি Quick Pay মাধ্যমে টাকা টান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে আপনি একদিনে কেবল মাত্র একজন কে  সর্বাধিক 25000 টাকা পাঠাতে পারবেন

তাতে বেনিফিসারী লিস্টে যে সমস্ত অ্যাকাউন্টগুলি Register করেছেন সেগুলো তো আপনি দুই লাখের মতো টাকা ট্রান্সফার করতে পারবেন

Some Important Articles

 

শেষ কথা

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “ব্যাংক অ্যাকাউন্টে টাকা Transfer করতে পারেন” আপনার জ্ঞান অনেক বেড়েছে।

আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Join Our WhatsApp Group & Get Free

Intraday Calls 

********************************************************************************************************************

Join Our Telegram Group & Get Free

Intraday Calls

 

 

Leave a Reply

Your email address will not be published.