কিভাবে Hekin Ashi Candle ব্যবহার করে শেয়ার বাজার থেকে প্রতিদিন Profit করতে পারবেন?
কিভাবে Hekin Ashi Candle ব্যবহার করে শেয়ার বাজার থেকে প্রতিদিন Profit করতে পারবেন
Table of Contents
বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো Hekin Ashi ক্যান্ডেলের সম্পর্কে।
Technical Analysis এ আমরা সর্বপ্রথম গ্রাফ এর মধ্যে Candle দেখতে পাই. আমরা বিভিন্ন ধরনের Indicatorব্যবহার করি, তারপর আমরা aএর মাধ্যমে নিজেদের পছন্দের মত শেয়ার খুঁজে থাকি।
আপনার যদি উন্নতমানের Demat Account থাকে তাহলে সেখানে আপনি Technical Chart মাধ্যমে বিভিন্ন ধরনের ক্যান্ডেল দেখতে পারবেন। আমার Normally যে Candle ব্যবহার করে থাকি সেটাকে General Candle বলছে।
Candle মধ্যে অনেকগুলো ভাগ থাকে যেমন যেমন।
Kagi
Renko
Range bar
Point & Figure
Hekin Ashi
আজকে আমার Hekin Ashi ক্যান্ডেলের সম্পর্কে জানব।
এটি একটি চাইনিজ Candle.
Introduction of Hekin Ashi Candle
চাইনিজ Trader এই ক্যান্ডেলের আবিষ্কার করেছিলেন।
বর্তমান দিনে বড় বড় ট্রেডার এবং Hekin Ashi Candle কে ব্যবহার করে থাকে।
নরমাল Candle বিভিন্ন রকম দেখতে হয়, এবং তাদের নানান ভাগ রয়েছে।
কিন্তু Hekin Ashi Candle গুলো একরকম দেখতে হয়।
প্রত্যেকটি Green Hekin Ashi Candle এর উপরের দিকে wig থাকে. এবং নিচে Body থাকে।
প্রত্যেকটি Red Hekin Ashi Candle এর নিচের দিকে wig থাকে এবং উপরের দিকে Body থাকে।
Hekin Ashi Candle’s Working Process
সময় অনুসারে যখন একটি Candle তৈরি সম্পূর্ণ শেষ হয় তখন আবার নতুন করে Candle তৈরি হয়, এইভাবে একের পর এক Candle তৈরি হতে থাকে।
মনে করুন আপনি Technical Chart এ 5 মিনিট Time Frame সেট করে রেখেছেন।
Normal Candle এ এক ঘণ্টার মধ্যে যতগুলো Candle তৈরি হয়. তার মধ্যে আপনি সবুজ Candle এবং লাল Candle মিশ্রিত দেখতে পাবেন. অর্থাৎ কিছু সবুজ Candle তৈরি হয়েছে তারপরে কিছু red Candle তৈরি হয়েছে।
কিন্তু আপনি যদি Hekin Ashi Candle ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি Green Candle এবং Red Candle আলাদা আলাদা গুচ্ছ দেখতে পাবেন।
অর্থাৎ যখন প্রথম একটি Green Candle তৈরি হয় পরপর Green Candle তৈরি হতে থাকবে।
আবার যখন প্রথম একটি Red Candle তৈরি হবে একটানা পরপর Red Candle হতে থাকবে।
এটা হল Hekin Ashi ক্যান্ডেল এর বিশেষত্ব।
How to Use Hekin Ashi Candle?
এই টেকনিক কে আপনি শেয়ার মার্কেটে কিভাবে ব্যবহার করবে।
দেখুন আমরা যখন কোন শেয়ার কিনি সেক্ষেত্রে আমাদের মনের সব সময় থাকে, শেয়ারের দাম যেন না পড়ে যায়।
শেয়ার কেনার পরে যতক্ষণ সবুজ Candle দিচ্ছে ততক্ষণ আমরা নিশ্চিত থাকতে পারি।
এবার আপনি যদি Normal Candle ব্যবহার করছেন, সেক্ষেত্রে মনে করুন শেয়ার কেনার পরে তিনটি Green Candle তৈরি হল তারপর 1টি Red Candle তৈরি হলো আবার একটি Green Candle তারপর পরপর দুটি Red reen Candle তখন আপনার মনে ভয় চলে আসবে যদি শেয়ারের দাম পড়ে যায় তাহলে আপনার লোকসান হয়ে যাবে।
কারণ বারবার লাল ক্যান্ডেল দেওয়ার চেষ্টা করছে।
এবং আপনি কম প্রফিটে শেয়ার টি বিক্রি করে দেবেন।
তখন আপনি যদি Hekin Ashi Candle ব্যবহার করেন, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী শেয়ার Continue Green Candle দিতে থাকে এবং আপনি অপেক্ষা করার সময় পাবেন।
Normal Candle মাঝখানে মাঝখানে Red Candle তৈরি হলে আপনার Confusion হয়ে যে শেয়ার বাড়বে না কমবে।
আপনার টেনশন বাড়তে থাকবে।
কিন্তু সেক্ষেত্রে আপনি যদি Hekin Ashi ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি False Signal পাবেন না। আপনি একটি বড় Profit বুক করতে পারবেন।
How To Buy Stock using Hekin Ashi ক্যান্ডেল
এবার প্রশ্ন হল আপনি Hekin Ashi Candle এর মাধ্যমে কোন শেয়ার কখন কোন দামে কিনবেন এবং কখন বিক্রি করবেন।
Hekin Ashi ক্যান্ডেলের গতিবিধি প্রায় একতরফা হয়ে থাকে. Green Candle তৈরি হলে একটানা Green Candle তৈরি হবে, আবার Red Candle তৈরি হলে একটানা Red Candle দেখতে পাওয়া যাবে।
তাই যখন কোন শেয়ার ক্রমশ পড়ছে তখন আপনাকে অপেক্ষা করতে হবে, অবশ্যই আপনি Hekin Ashi Candleব্যবহার করবেন।
শেয়ারের দাম পড়তে পড়তে জায়গায় এসে পৌঁছাবে যখন একটি Green Candle দেখা দেবে তখনই আপনাকে শেয়ার কিনতে হবে।
এবার নিয়ম অনুযায়ী, যখন একটি Hekin Ashi সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, সেক্ষেত্রে শেয়ার সবুজ ক্যান্ডেল তৈরি করতে থাকবে এবং আপনি নিশ্চিন্ত অপেক্ষা করতে পারবেন।
এবং শেয়ারের দাম বাড়তে বাড়তে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে পুনরায় একটি Red Candle তৈরি হবে।
তখনই আপনাকে শেয়ার বিক্রি করে দিতে হবে।
এটাই হলো Hekin Ashi মাধ্যমে শেয়ার কেনাবেচার আসল পদ্ধতি।
How to Predict When Stock Will Be Grow or Down
তাছাড়া আপনি আগে থেকেই আন্দাজ করতে পারবেন কখন শেয়ারের দাম বাড়বে এবং কখন শেয়ারের দাম কমবে।
আমি প্রথম দিকেই বলেছি Hekin Ashi Candle গুলো দেখতে কেমন হয়।
যখন প্রথম সবুজ ক্যান্ডেল তৈরি হয়, তখন ক্যান্ডেলের সাইজ ছোট থাকে, এবং শেয়ারের দাম যত বাড়তে থাকে Hekin Ashi ক্যান্ডেলের সাইজ ক্রমশ বাড়তে থাকে।
বাড়তে বাড়তে যখন শেয়ার শেষ পর্যায়ে এসে যায়, তখন সবুজ ক্যান্ডেলের সাইজ ক্রমশ ছোট হতে থাকে।
এবং মনে রাখবেন যখন সবুজ Candle থেকে Red Candle কিংবা Red Candle থেকে Green Candle যখন পরিবর্তন হয়। প্রথম এর আগে আপনি একটি Doge ধরনের Candle দেখতে পাবেন।
এই Doge তৈরি হলে বুঝতে পারবেন শেয়ারের গতিবিধি পরিবর্তন হতে চলেছে।
তবে প্রত্যেকটা শেয়ারে প্রত্যেকবার এইভাবে Doge Candle দেখতে পাওয়া যাবে এটা বলা ভুল।100% মধ্যে 70 শতাংশ ক্ষেত্রে আপনি শেয়ারের দিক পরিবর্তনের আগে Doge ক্যান্ডেল দেখতে পাবেন।
Doge Candle সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।
Can I use Hekin Ashi Candle on Intraday or Delivery Trading
এবার আপনি Hekin Ashi ক্যান্ডেল কে Intraday Trading এ ব্যবহার করবেন না Delivery ট্রেডিং এ ব্যবহার করবেন।
উত্তর হল আপনি উভয় ক্ষেত্রে Hekin Ashi Candle ব্যবহার করতে পারবেন।
আপনি Candle টাইম ফ্রেম 30/60 min ব্যবহার করতে পারেন. এই টাইমফ্রেম ব্যবহার করলে, false সিগন্যাল থেকে মুক্তি পাবেন।
এবং নিশ্চিন্ত ভাবে বড় ধরনের প্রফেট পাবেন।
Can I use Indicators with Hekin Ashi Candle
পরবর্তী প্রশ্ন হল Hekin Ashi Candle সাথে আর কোন কোন Indicator ব্যবহার করা সম্ভব?
Hekin Ashi সাথে আপনি Ema, MACD, Bolinger Band মত Indicator গুলি ব্যবহার করতে পারেন।
কিন্তু আমি Personally আপনাদের Suggest করব, Hekin Ashi Candle সাথে আপনি RSI Indicator ব্যবহার করুন।
খুবই ভালো রেজাল্ট পাবেন।
Indicator সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
শেষ কথা
আমি আশা করি আপনি আমার নিবন্ধটি “কিভাবে Hekin Ashi Candle ব্যবহার করে শেয়ার বাজার থেকে প্রতিদিন Profit করতে পারবেন?” আমি যদি এই নিবন্ধটিতে কোনও ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে নির্দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
আপনার যদি শেয়ার বাজার সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা না থাকে। এবং আপনি যদি শেয়ার বাজারের কাজ শিখতে চান। তারপরে আপনি আমাদের-শেয়ার মার্কেট টেকনিক্যাল কোর্সে
(Intraday Trading Course) ভর্তি হতে পারেন।
আপনি শেয়ার বাজারের সমস্ত কাজ শিখতে পারবেন মাত্র 799 /- টাকায় এবং শেয়ার বাজার থেকে আপনি প্রতি মাসে ভাল অর্থ উপার্জন করতে পারেন।
হোয়াটসঅ্যাপ নম্বর – 8392091411
Some useful Articles
- Intraday & Positional Calls.
- Stock Market Technical Course
- How to Start own Cyber Cafe
- Best Way to Learn Stock Market in India
- What is Margin Trading in Share Market: Risks and Advantages