জানুন শেয়ার মার্কেট সম্পর্কে বেসিক ধারণা । Share Market in Bengali

জানুন শেয়ার মার্কেট সম্পর্কে বেসিক ধারণা । Share Market in Bengali

আজকে আমরা জানবো

শেয়ার মার্কেট কি?
কিভাবে কাজ করে?
শেয়ার মার্কেটে কাজ করতে গেলে কি কি জিনিস দরকার হয়?
শেয়ার মার্কেটে কাজ করতে গেলে কি কি বিষয়ে জ্ঞান থাকা দরকার?
শেয়ার মার্কেট থেকে কত টাকা ইনকাম করা সম্ভব ?

শেয়ার মার্কেটে মিনিমাম ইনভেসমেন্ট কত করতে হয়?

প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দেবো.

 ভারতীয় বাজার থেকে কীভাবে উপার্জন করবেন?

সহজ ভাষায় মনে করুন আপনি স্টেট ব্যাংকের শেয়ার কিনতে চান এবং তার দাম চলছে 150  টাকা, আপনার মনে হচ্ছে সেটি 160 টাকা যেতে পারে। আপনার একাউন্টে রেখেছেন 1500 টাকা।

তাহলে সে অনুযায়ী আপনি কিনতে পারবেন 1500/150= 10 qty.

 

অর্থাৎ আপনি 1500 টাকা লাগিয়ে 10 টা শেয়ার করলেন, কিছুক্ষণ পরে দেখা গেল স্টেট ব্যাংকের শেয়ার টি 150 টাকা থেকে 160 টাকায় চলে এলো, যদি আপনি তখন শেয়ার  বিক্রি করেন, তখন প্রতি শেয়ার আপনি 10/-টাকা করে লাভ পাবেন অর্থাৎ 10*10 টাকা লাভ পাবেন 1500/-টাকা লাগিয়ে।

এই 150 টাকা থেকে 160 টাকা যেতে কতক্ষণ টাইম লাগবে তার কোনো পারফেক্ট নিয়ম নেই, দু ঘন্টা লাগতে পারে আবার 2min  লাগতে পারে, আপনার এনালাইসিস যদি সঠিক থাকে নিশ্চয়ই আপনাকে লাভ দেবে।

 

যদি কোন কারনে  শেয়ার টি পড়ে গিয়ে নিচে চলে আসে মনে করুন 140 চলে এলো তাহলে বিক্রি করার দরকার নেই, আপনার খাতায় তখন লোকেশন দেখাবে, কিন্তু যতক্ষণ আপনি বিক্রি করছেন না ততক্ষণ আপনার লস হবে না।

আপনি কিনেছেন দেড়শ টাকায়, যখন শেয়ারটি আপনার কেনা দাম এর উপরে যাবে তখনই আপনি বিক্রি করবেন, এই ভাবে কাজ করলে আপনার লোকসান হবে না, হয়তো এটি সময় বেশি লাগতে পারে কিন্তু লোকসান তো হবে না।

 

অনেকে আছে খুব তাড়াহুড়া করে, তাড়াতাড়ি টাকা দরকার তাড়াতাড়ি লাভ দরকার কিন্তু তাদেরই বেশি লোকসান হয়।

 

মোদ্দাকথা কেনা দামের কমে ছাড়বোনা।

শেয়ার  কোন মাছ বা সবজি নয় যেটা পচে নষ্ট হয়ে যাবে, বছর পর বছর রাখতে পারব।

যত দাম বাড়বে তত লাভ হবে।

কীভাবে ভারতীয় শেয়ার কিনবেন?

এবারে বলে রাখি শেয়ার কেনাকাটা করতে গেলে, ডিম্যাট অ্যাকাউন্ট এর প্রয়োজন হয়, যদি সম্ভব হয় আমি কোম্পানির সাথে কথাবার্তা বলে এই মাসে যারা আমার সাথে যুক্ত আছেন তাদের জন্য আমি বিনামূল্যে একাউন্ট ওপেনিং চেষ্টা করব, স্বাভাবিকভাবে  একাউন্ট ওপেনিং করতে গেলে 300  / 400 টাকা খরচা হয়।

 

আপনাকে একটি মোবাইল অ্যাপ দেওয়া হবে আপনি লগইন করে  সমস্ত শেয়ার দেখতে পারবেন, একাউন্টে কত টাকা রেখেছেন দেখতে পারবেন শেয়ার কেনাবেচা করতে পারবেন, শেয়ার যাবতীয়  কাজ করতে পারবেন।

কম্পিউটারের ক্ষেত্রে একটি ওয়েবসাইট লিংক আপনাকে দিয়ে দেওয়া হবে।

 

কীভাবে বুঝবেন শেয়ারের দাম বাড়বে?

কীভাবে বুঝবেন শেয়ারের দাম বাড়বে?

শেয়ার বাজার থেকে অর্থ উপার্জনের জন্য 2 পয়েন্ট গুরুত্বপূর্ণ।
1. শেখা (learning )
2. অনুশীলন (practice)

excel-Sheet.
excel-Sheet

শেখা খুব গুরুত্বপূর্ণ। technical analysis, fundamental analysis এবং Sentimental analysis। শেয়ার বাজারে 3 ধরণের বিশ্লেষণ কাজ করে।

এই analysis সেরা স্টক তালিকার সন্ধান করতে সহায়তা করে এবং  এই বিশ্লেষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন স্টক বৃদ্ধি পাবে এবং কোন স্টক ডাউন হবে।

আপনি এই স্টকগুলিতে বেচা – কেনা করতে পারেন।
আপনি যদি Share market analysis Course সম্পর্কে জানতে চান তবে আপনি আমাদের শেয়ার বাজার বিশ্লেষণ কোর্সে যোগ দিতে পারেন।
আমি নীচে কোর্সের বিশদ লিঙ্ক করেছি.

Stock Market Technical Course

শেষ কথা

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “জানুন শেয়ার মার্কেট সম্পর্কে বেসিক ধারণা । Share Market in Bengali” আপনার জ্ঞান অনেক বেড়েছে। আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

One thought on “জানুন শেয়ার মার্কেট সম্পর্কে বেসিক ধারণা । Share Market in Bengali

Leave a Reply

Your email address will not be published.