Margin Trading কী? শেয়ার বাজারে Exposure বা Leverage বলতে কী বোঝায়?

 

Margin Trading কী? শেয়ার বাজারে Exposure বা Leverage বলতে কী বোঝায়?

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব Exposure বলতে কী বোঝায় কিভাবে ব্যবহার করব. এবং এক্সপোজারে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে.

শেয়ার মার্কেট কে অনেকেই জুয়া বলে থাকে.

এবং কিছুটা হলেও সত্যি, এর পিছনে প্রধান কারণ Exposure. ওই বিষয়ে আজকে আমরা আলোচনা করব.

কিছুদিন আগে আমি আপনাদের বলেছি  Share Trading এ দুভাবে কেনাবেচা করা হয়.

Margin Trading or Exposure or Leverage = Same Meaning

 

DELIVERY & INTRADAY

যখন কোন  শেয়ার  আজকে কিনে আজকে যদি  বিক্রি করে দি, তখন তাকে Intraday Trading বলছে.

আবার যখন কোন শেয়ার একদিনের বেশি দুদিন দু মাস দু বছর বা তার বেশি দিন রাখি তখন তাকে Delivery Trading বলছে.

 

কিছুদিন আগে আপনাদের এটাও বলেছি মার্কেট থেকে আপনি লোন নিতে পারেন. শেয়ার মার্কেট এর ভাষায় এটাকে leverage or Exposure বলে.

মনে করুন আপনি শেয়ার মার্কেট অ্যাকাউন্টে 5000 টাকায় রেখেছেন, সেক্ষেত্রে আপনি 5000 এর 10 গুণ টাকা Margin Trading or Exposure নিতে পারবেন.

অর্থাৎ 5000*10= 50000 টাকার শেয়ার আপনি কিনতে পারবেন. এবং এই leverage জন্য আপনাকে আলাদা করে কোন সুদ দিতে হবে না.

Leverage এর  সুবিধা:-

মনে করুন আপনার একাউন্টে 5000 টাকা আছে, 250 টাকার কোন শেয়ার কিনতে চাইছেন.

সে ক্ষেত্রে আপনি পাবেন 5000/250= 20 খানা শেয়ার আপনি কিনতে পারবেন.

 

কিছুক্ষণ পরে দেখা গেল   ওই শেয়ারটি 250 থেকে 253 গেল অর্থাৎ প্রতি 3 টাকা করে আপনার লাভ হচ্ছে

total profit 20*3= 60 Rupees

 

স্বাভাবিক কথা এ 60 টাকায় আমাদের সংসার চলবে না, বর্তমান দিনে একটি মানুষের ইনকাম 400-500 টাকা খুবই জরুরী.

 

সেই জন্য আপনি চাইলে Margin নিতে পারেন.

5000 এর 10 গুণ 50 হাজার টাকা.

50000 টাকায় হবে 50000/250= 200qty share.

Total profit 200*3= 600 Rs

শেয়ার বিক্রি করার সাথে সাথে আসল টাকা এবং লাভের টাকা সঙ্গে সঙ্গে আপনার একাউন্টে চলে আসবে.

শেয়ার মার্কেট থেকে আপনি সর্বোচ্চ 40 গুণ টাকা Margin নিতে পারেন.

leverage নেওয়ার দুটি খারাপ দিক আছে, আপনি যদি intraday trading করেন তবে  আপনি লোন পাবেন.

 

Leverage এর  অসুবিধাগুলি:-

 যত টাকা আপনি লোন নেবেন ঠিক ঐদিন তিনটে বেজে পনের মিনিটের মধ্যে লোনের টাকা আপনাকে ফেরত দিয়ে দিতে হবে, তা না হলে অটোমেটিক আপনার শেয়ার বিক্রি হয়ে যাবে.

 

  • লোন কেবলমাত্র intraday জন্য হয়. ডেলিভারি করলে কোন Leverage পাবেন না.
  • আপনি প্রতিদিন Leverage নিতে পারবেন ভ্যালিডিটি একদিনের জন্য 9.15 am to 3.15 pm

 

এই লোনের সুবিধা জন্য খুবই কম টাকায় কাঁচা টাকা ইনকাম করছে, শুধু 5000 টাকা লাগিয়ে অনেকে  প্রতিদিন 1000 – 1500 টাকা ইনকাম করছে.

 

কিন্তু এইটা খুবই ভয়ঙ্কর, 100 জনের মধ্যে 8 – 9 জন  এত টাকা ইনকাম করতে পারে,

বাকি 90 জন লোকসান করে, মনে করুন আপনি  250  টাকা rate a লোন নিয়ে 500qty  শেয়ার কিনেছেন .

কোন কারণে হঠাৎ করে বাজারে খারাপ খবর চলে এলো কিংবা কোনো দুর্ঘটনা ঘটে গেল সেক্ষেত্রে শেয়ারের দাম 250 থেকে 247 চলে এলো. 

অর্থাৎ 3 টাকা করে লোকসান.

এবং নিয়ম অনুযায়ী 3: 15 মিনিটের মধ্যে

আপনার সমস্ত শেয়ার বিক্রি হয়ে যাবে যেহেতু  আপনি  Intraday trading select  করেছেন.

আপনার লোকসান  হবে 500*3 = 1500 + GST 

EXposure-or-leverage.
Exposure-or-leverage.

 

বহু মানুষ লোভে পড়ে কম সময় মধ্যে এবং কম টাকার মধ্যে তাড়াতাড়ি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে চায় এবং সেই জন্য  leverage নিয়ে নেয়.

তার ওপর সঠিক টেকনিক্যাল এনালাইসিস না জানার কারণে 10 বারের মধ্যে 7 থেকে 8 বার লোকসান করে.

 

যখন সমস্ত টাকা শেয়ার মার্কেটে হারিয়ে ফেলে তখন সবার শেষে বলে শেয়ার মার্কেট  একটি জুয়া. তারা নিজেদের ভুল শুনতে চায় না.

 

কীভাবে লিভারেজ বা এক্সপোজার পাবেন?

আপনি যখন কোন শেয়ার কিনবেন, Buy order দেওয়ার সময় আপনাকে complexity box এ চারটি অপশন পাবেন.

SIMPLE
CO
OCO
AMO

leverage

আপনি যদি কেবলমাত্র নিজের টাকায় শেয়ার কেনাবেচা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি simple বেছে নিতে পারেন.

আপনি যদি leverage ব্যবহার করতে চাইছেন( একাধিক শেয়ার কেনার জন্য).

সেক্ষেত্রে CO/OCO ববেছে নিতে পারেন.
এটি ব্যবহার করলে আপনি আপনার মূলধনের 10 থেকে 20 গুন অধিক শেয়ার কিনতে পারবেন.

অবশ্য সমস্ত শেয়ারে আপনি এই সুযোগ পাবেন না. বিশেষ করে NIFTY 500 শেয়ার গুলোতে আপনি কোন ধরনের লিভারেজ পাবেন না.

অতএব আপনাকে Nifty 50এবং Nifty 100 শেয়ারগুলি নিয়ে কেনাবেচা করতে হবে.

 

শেষ কথা

আপনাদের বলব যদি আপনারা কোনদিন শেয়ার কেনাবেচা করেন, তাহলে প্রথমে কয়েক মাস ডেলিভারি  করুন, যখন দেখবেন আপনি মোটামুটি পাকাপোক্ত হয়ে গেছেন এই কাজে, তখন আপনি  leverage নিয়ে কাজ করতে পারেন.

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “Margin Trading কী? শেয়ার বাজারে Exposure বা Leverage বলতে কী বোঝায়?” আপনার জ্ঞান অনেক বেড়েছে। আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published.