Intraday এবং delivery Trading মধ্যে পার্থক্য?
Intraday এবং Delivery Trading মধ্যে পার্থক্য?
Table of Contents
ভূমিকা:-
আজ আমরা Intraday এবং Delivery Trading মধ্যে পার্থক্য আলোচনা করব।
কোনটা ভাল?
ট্রেড করার আগে আপনাকে সে সম্পর্কে জানতে হবে.
Intraday ও Delivery ট্রেডিং এর সুবিধাগুলি এবং অসুবিধাগুলি কী কী?
সুতরাং আমাদের সাথে থাকুন।
আমরা এই কয়েকদিনের মধ্যে যে যে বিষয়ে আলোচনা করেছি,
- শেয়ার মার্কেট কি?
- স্টক মার্কেট কিভাবে কাজ করে?
- শেয়ার মার্কেট এর সুবিধা এবং অসুবিধা?
- স্টক মার্কেট কে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি?
- শেয়ার মার্কেটে কাজ করতে গেলে কি কি লাগে?
- স্টক মার্কেট এনালাইসিস বলতে কী বোঝায়?
- মানি ম্যানেজমেন্ট কি?
- Upstox মাধ্যমে কিভাবে শেয়ার কেনাবেচা করব তার ভিডিও
এই আটটা টপিকের মধ্যে যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন।
Intraday Trading
ইন্ট্রাডে কথার অর্থ হল একদিনের মধ্যে।
যদি কোন শেয়ার আপনি আজকে কিনে যদি আজকেই বিক্রি করে দেন তখন সেটা ইন্ট্রাডে ট্রেডিং এর মধ্যে পড়ছে।
শেয়ার মার্কেটে ইন্ট্রাডে খুবই জনপ্রিয়..
সবাই এটি পছন্দ করে। খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই কম টাকার মধ্যে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব।
কিন্তু এটা খুবই রিস্কি খেলা, যাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে এবং যারা প্রচুর প্র্যাকটিস করেছে, তারা ইন্ট্রাডে ট্রেডিং থেকে মোটা টাকা কামাচ্ছে।
কখনো শুনেছেন ব্যাংক যেমনে লোন দেয় তেমনি শেয়ার মার্কেট ও আপনাকে লোন দেয় তবে এক দিনের জন্য আপনি প্রতিদিন লোন নিতে পারবেন কিন্তু ঠিক মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত।
তিনটে বেজে দশ মিনিটের মধ্যে যা লোন আপনি নিয়েছেন, আপনাকে ফেরত দিয়ে দিতে হবে।
প্রশ্ন হল কত লোন পাবেন , আপনার একাউন্টে যত টাকা আপনি রাখবেন, তার 20 গুন লোন আপনি পাবেন।
অর্থাৎ আপনি যদি 10 হাজার টাকা একাউন্টে রাখেন, তাহলে আপনি 10000*20= 200000.
অর্থাৎ দু লাখ টাকা লোন পাবেন, দু লাখ টাকার শেয়ার আপনি কেনাবেচা করতে পারবেন কুড়ি হাজার টাকা রেখে।
কিন্তু এতে সমস্যা হল 3.10pm মিনিটের মধ্যে আপনি লাভে থাকুন কিংবা লোকসানে থাকুন লোন আপনাকে ফেরত দিয়ে দিতে হবে.
শেয়ার মার্কেটে এই লোন কে বলা হয় EXPOSURE.
EXPOSURE সম্পর্কে আরও জানতে – আমাকে ক্লিক করুন।
তবে আপনি যেহেতু নতুন এটা (EXPOSURE) করতে যাবেন না, লোকসান হতে পারে.
Delivery Trading
ডেলিভারি কথার অর্থ হল যদি কোন শেয়ার আপনি একদিনের বেশি রাখছেন অর্থাৎ 24 ঘন্টা পেরিয়ে গেলে শেয়ারটি ডেলিভারি পজিশনে চলে যায়।
অতএব আপনি শেয়ার কেনার আগে অবশ্যই ঠিক করে নেবেন যে শেয়ারটি ঐদিন ই ছাড়বেন না পরে ছাড়বেন।
বলে রাখি আপনি যেহেতু নতুন শেয়ার মার্কেটে সেক্ষেত্রে ডেলিভারি করা উপযুক্ত হবে।
Intraday এবং Delivery Trading মধ্যে পার্থক্য?
ইন্ট্রাডে ট্রেডিং | ডেলিভারি ট্রেডিংয়ে |
Intraday কেবল 1 দিনের জন্য। | ডেলিভারি ট্রেডিংয়ে স্টক আজীবন সময় ধরে রাখতে পারে। |
Sell to Buy এবং buy to Sell উভয় পক্ষের Trading সম্ভব। | কেবল buy to Sell Trading সম্ভব। |
ইন্ট্রাডে ট্রেডিংয়ে Exposure পাওয়া যায়। | ডেলিভারি ট্রেডিংয়ে Exposure পাওয়া যায় না। |
ইন্ট্রাডে ট্রেডিংয়ে বেশিরভাগ Trader লোকসান করেন। | ক্ষতির সুযোগ খুব কম। |
এটি একটি ফুলটাইম ট্রেডিং সিস্টেম। | আপনি ফ্রি সময় দেখতে পারেন, মাথা ব্যথা নেই। |
ইন্ট্রাডে ট্রেডিংয়ে উচ্চ উপার্জনের সম্ভাবনা। | উপার্জনটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের চেয়ে কম। |
আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “Intraday এবং delivery Trading মধ্যে পার্থক্য?” আপনার জ্ঞান অনেক বেড়েছে।
আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
Join Our WhatsApp Group & Get Free
********************************************************************************************************************
Join Our Telegram Group & Get Free
- শেয়ারের দাম ওঠানামা করে কেন ? ( Why The Share Price Fluctuates?)
- কিভাবে Free Intraday Tips Or Call পাবেন? ইনকাম করার সুবর্ণ সুযোগ!!
- জানুন শেয়ার বাজারে বিনিয়োগের প্রকারভেদ (Type of Trading in Bengali)
- ভারতীয় স্টক বাজারের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী
- Best 5 ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট (Demat & Trading Account)