কিভাবে Sbi CSP এর জন্য আবেদন করবেন? Sbi CSP Commission List

কিভাবে Sbi CSP এর জন্য আবেদন করবেন? Sbi CSP Commission List

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব SBI  CSP or Sub Branch  নিয়ে।

বর্তমান দিনে অলিতে-গলিতে শাখা ব্রাঞ্চ দেখতে পাওয়া যায়. বিশেষ করে আধাকার চালু হওয়ার পরে শাখা ব্রাঞ্চ প্রতিস্থাপিত হয়।
ভারতবর্ষে সবথেকে বেশি স্টেট ব্যাংকের শাখা রয়েছে। প্রায় প্রত্যেকটি সরকারি ব্যাংকের অন্তর্ভুক্ত অনেকগুলি শাখা ব্যাংক রয়েছে।
একটি মেন ব্রাঞ্চ এর যে সমস্ত কাজ হয়ে থাকে, তার প্রায় প্রত্যেকটি কাজ শাখা ব্যাংক হয়ে থাকে। যার ফলে আগেকার দিনের মতো ব্যাংকে এখন তত বেশি ভিড় হয় না।
আপনি আপনার বাড়ির আশেপাশে শাখা ব্যাংক পেয়ে যাবেন।

আমাদের প্রধান আজকে আলোচ্য বিষয় হল কিভাবে আপনি স্টেট ব্যাংকের শাখা পাবেন।

Step 1 

এবার প্রশ্ন হল আপনি কিভাবে শাখা ব্যাংক খুলতে পারবেন।

দেখুন সরাসরি আপনি কোন মেইন ব্রাঞ্চ থেকে শাখা খোলার আবেদন করতে পারবেন না।
আপনাকে যোগাযোগ করতে হবে Correspondence সংস্থাগুলি সাথে।
এই সংস্থাগুলি বিভিন্ন ব্যাংকের সাথে যুক্ত থাকে।

সর্বপ্রথম আপনাকে নিকটবর্তী স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে। ম্যানেজার কাছ থেকে অনুমতি নিতে হবে যে আপনি আপনার লোকেশনে একটি শাখা ব্যাংক খুলতে চাইছেন।
ব্রাঞ্চ ম্যানেজার অনুমতি দিয়ে দিলে আপনাকে যেতে হবে Correspondence সংস্থার কাছে।

আমি যে সংস্থা থেকে এসবি এর শাখা পেয়েছি তার নাম হলো NICT
NICT থেকে আপনাকে অনুমতি নিতে হবে।

NICT সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার নিচে আমি দিয়ে দিয়েছি। আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন।

Correspondence Companies

এছাড়াও, আপনি অন্যান্য Correspondence সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

1. myoxigen.com/csp-sbi
2. paypointindia.com/Banking.aspx
3. Eko.in
4. NICT
5 sanjivanivf.org

Step 2

গুরুত্বপূর্ণ বিষয় আপনার লোকেশন অর্থাৎ যেখানে আপনি CSP খুলতে চাইছেন, তার 2 কিলোমিটারের মধ্যে যেন অন্য কোন স্টেট ব্যাংকের CSP না থাকে।
নিয়ম অনুযায়ী দুটি SBI CSP মধ্যে দূরত্ব মিনিমাম 2 কিলোমিটার হতে হবে।

ব্যাংক ম্যানেজারের অনুমতি ছাড়া আপনি CSP খুলতে পারবেন না।

NICT আপনাকে CSP দেওয়ার জন্য রাজি হয়ে গেলে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র গুলি হল:-

IIBF CERTIFICATE
BANK CIVIL SCORE
POPULATION CERTIFICATE
PVC OF 6 MONTHS
COMPUTER DIPLOMA CERTIFICATE
HS MARKSHEET
HS PASS CERTIFICATE
ANY IDENTITY DOCUMENT OF 2 REFERENCE
COPY OF PAN CARD
COPY OF AADHAAR CARD
COPY OF VOTER CARD
6 COPY PASSPORT SIZE PHOTO
COPY OF BANK ACCOUNT
PCA DATA OF YOUR LOCATION

 

IIBF CERTIFICATE

আপনি এই ওয়েবসাইটে গিয়ে IIBF EXAM এর জন্য অনলাইন এপ্লাই করতে হবে।

এসএমএস এবং ই-মেইল এর মাধ্যমে আপনি জানতে পারবেন কবে কোন জায়গায় আপনার পরীক্ষা হবে।

IIBF পরীক্ষায় আপনাকে ব্যাংকিং যাবতীয় প্রশ্ন করা হয়ে থাকে।

তবে আপনার সুবিধার্থে IIBF এর  কিছু Demo প্রশ্নপত্র উল্লেখ করলাম!

কিছুদিন পর আপনি CERTIFICATE ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন।

Step 3

CSP আবেদনের জন্য আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, ফরমটি পূরণ করে বাকি কাজ পত্রের সাথে জমা করতে হবে।

CSP PDF ফাইল নিচে দিয়েছি আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।

 ফর্ম সমেত প্রয়োজনীয় কাগজপত্র গুলি NICT ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে. তাছাড়া আপনি সরাসরি NICT ঠিকানায় গিয়ে কাগজপত্রগুলো জমা করতে পারেন।

Download – SBI APPLICATION FORM

 

গুরুত্বপূর্ণ বিষয় –

কাগজপত্র কুরিয়ার করার আগে প্রত্যেকটি কাগজপত্র 4 কপি করে জেরক্স করবেন।

4 সেট তৈরি করবেন, একটি সেট নিজের কাছে রাখবেন বাকি তিনটি সেট কুরিয়ার করে NICT অফিসে পাঠিয়ে দেবেন।

NICT OFFICE এ আপনার সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন হবে, তারপর তারা শিলমোহর এবং সই করে কাগজপত্র গুলি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে।

Step 4

ওই ডকুমেন্টস গুলি নিয়ে আপনাকে ব্যাংক ম্যানেজারের কাছে যেতে হবে।
, ব্যাংক ম্যানেজার ঐ সমস্ত ডকুমেন্টস সই করে Sbi head office পাঠিয়ে দেবে।

তবে এখানে খেয়াল রাখবেন ম্যানেজার আপনার কাগজপত্রে সই করার আগে
আপনার এরিয়া বা লোকেশন ভিজিট করবে, আপনি যে রুমে SBI CSP খুলতে চাইছেন ওই room তারা ভেরিফিকেশন করবে।

 

sbi head অফিসে আপনার অ্যাপ্লিকেশন পুনরায় ভেরিফিকেশন হবে।
ভেরিফিকেশন সাকসেসফুল হলে আপনি SBI তরফ থেকে SBI ID পাসওয়ার্ড, সফটওয়্যার এবং প্রয়োজনীয় লাইসেন্স পত্র পেয়ে যাবেন।

কিভাবে সফটওয়্যার চালাবেন কিভাবে আপনার কাস্টমার সার্ভিস দেবেন তার ওপর আপনাকে Nict তরফ থেকে ট্রেনিং দেওয়া হবে।

এই পুরো প্রসেসে সম্পূর্ণ হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

Commission List

NICT থেকে আপনি কমিশনের লিষ্ট পেয়ে যাবেন. কোন ট্রানজেকশন কত টাকা কমিশন আপনি পাবেন সবকিছু উল্লেখ থাকবে তাতে।

আপনি যদি এক হাজারের মতো এস বি আই একাউন্ট খুলতে পারেন সেক্ষেত্রে আপনার মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করা সম্ভব।

SBI CSP Apply জন্য কোন ধরনের টাকা পয়সা দিতে হয় না।

মনে রাখবেন কোন সংস্থা ও যদি টাকার বিনিময় CSP দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে. তাহলে ভাববেন সে আপনার সাথে FRAUD করছে।

SBI CSP SERVICES

  • Account Opening With Rupay Card
  • Micro ATM Cash Withdrawal
  • Money Transfer
  • Savings & Deposits Scheme
  • AEPS
  • KYC
  • Pradhan Mantri Pension & Insurance Scheme
  • Loan Under PM Swanidhi Scheme
  • Kisan & General Purpose Credit Card (KCC)
  • Also Service Main Branch Customers
  • Subsidy Disbursal

Important Notice & Eligibility

  • আপনাকে পুলিশ থানা থেকে সার্টিফিকেট বের করতে হবে।
  • সাক্ষী হিসেবে আপনার বাড়ির পাশের দুজনের ভোটার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স লাগবে Self attested।
  • অঞ্চল অফিস বা গ্রাম পঞ্চায়েত থেকে Population Certificate বের করতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চমাধ্যমিক হতে হবে।
  • Minimum কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

 

প্রয়োজনীয় জিনিসপত্র গুলি

Computer
Laptop
Printer
Mini ATM
Finger print scanner
Internet connection

সিএসপি খুলতে গেলে কমপক্ষে আপনাকে দুই থেকে তিন লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে (তবে এতে কোনো বাধ্যকতা নেই)।

আশা করবো আপনি বুঝতে পেরেছেন কিভাবে SBI CSP পেতে পারেন।

শেষ কথা:-

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “কিভাবে Sbi CSP এর জন্য আবেদন করবেন? Sbi CSP Commission List” আপনার জ্ঞান অনেক বেড়েছে।  যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

 

আপনি যদি Share Market Analysis Course সম্পর্কে জানতে চান তবে আপনি আমাদের শেয়ার বাজার বিশ্লেষণ কোর্সে যোগ দিতে পারেন।
আমি নীচে কোর্সের বিশদ লিঙ্ক  Add করেছি।

Join Stock Market Technical Course

Read In Bengali

Read In English

 

 

Leave a Reply

Your email address will not be published.