Upstox Demat Account । Brokerage । IPO – Upstox Full Review

Upstox Demat Account । Brokerage । IPO – Upstox Full Review

বন্ধুরা আজকে আমরা আলোচনা করব Upstox নিয়ে।

আপনারা নিশ্চয়ই টিভিতে ফেসবুকে ইউটিউবে ও অন্যান্য প্লাটফর্মে upstox অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন।

আসলে Upstox হল ভারতীয় শেয়ার মার্কেটের বিখ্যাত একটি ব্রোকারেজ ফার্ম (Stock Market Broker Farm)।
অতএব আজকে আমরা Upstox ব্রোকার সম্পর্কে বিস্তারিত জানব।
Upstox আমাদের কি কি ফেসিলিটি দিচ্ছে।

কিভাবে Upstox ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবো।
Upstox এর ব্রোকারেজ চার্জেস ও অন্যান্য চার্জের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
তাই অনুরোধ করবো অন্তিম পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন।

ডিমাট এবং ট্রেডিং একাউন্ট (Upstox Demat & Trading Account)

আপনারা নিশ্চয়ই জানেন শেয়ার কেনাবেচার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ডিমাট এবং ট্রেডিং একাউন্ট।
ভারতে প্রায় 100 রকম প্রকার কোম্পানি আছে যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে থাকে।

এই 100 টি কোম্পানির মধ্যে Upstox দ্বিতীয় স্থানে রয়েছেন। আপনি যদি Upstox  টেকনিক্যাল গ্রাফ, ব্রোকারেজ, এক্সপোজার, ওয়েবসাইট Smoothness ও অন্যান্য দিক থেকে যদি বিচার করেন তাহলে বুঝতে পারবেন Upstox বর্তমান দিনে High Advance ব্রোকার ফার্ম।শেয়ার মার্কেটের প্রায় সমস্ত রকম সুযোগ-সুবিধা আপনি এই প্লাটফর্মে পেয়ে যাবেন।

আপস্টক্স ডিমেট ও ট্রেডিং একাউন্ট ফ্রি তে খুলুন

Upstox Brokerage 

আমি এক এক করে সমস্ত সুযোগ সুবিধা গুলো খুলে কাছে তুলে ধরব।

বিভিন্ন ধরনের ব্রকেরেজ কম্পানি 100 টাকার ট্রেডিং করলে 3 পয়সা থেকে 4 চার্জ নিয়ে থাকে।

আরও এমন ফুল সার্ভিস ব্রোকার কোম্পানি আছে সাত থেকে আট পয়সা চার্জ হয়ে থাকে।

কিন্তু Upstox আপনাদের কাছ থেকে প্রতি 100 টাকায় ট্রেডিং পিছু এক পয়সা নিয়ে থাকেন।

 

Upstox মেনটেনেন্স চার্জ(Maintenance charges)

প্রত্যেকটি ব্রোকার কোম্পানি প্রত্যেক বছর একটি মেনটেনেন্স চার্জ নিয়ে থাকে এই মেনটেনেন্স চার্জ 300 টাকা থেকে 600 টাকা পর্যন্ত হয়ে থাকে।

কিন্তু Upstox মেনটেনেন্স চার্জ হিসেবে বাৎসরিক 350 টাকা নিয়ে থাকে।

Upstox  ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস

আসলেই দু’ধরনের ব্রোকার কোম্পানি হয় একটি হলো full-service প্রকার দ্বিতীয় হল ডিসকাউন্ট ব্রোকার।
এদের সম্বন্ধে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

বেশিরভাগ Full-Service প্রকার কোম্পানিগুলি একাউন্ট ওপেনিং চার্জ হিসাবে হাজার টাকা থেকে 4000 টাকা পর্যন্ত নিয়ে থাকে।

বাকি সমস্ত ডিসকাউন্ট ব্রোকারেজ একাউন্ট ওপেনিং প্রায় বেশিরভাগ সময়ে বিনামূল্যে খুলে থাকে, যখন কোন অফার থাকে না তখন সর্বাধিক 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস নিয়ে থাকেন।
Upstox বিনামূল্যের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেয়।

Upstox টেকনিক্যাল চার্ট

Upstox  Technical Chart মধ্যে আপনি অসংখ্য সুযোগ-সুবিধা পাবেন. প্রয়োজনীয় সমস্ত ইন্ডিকেটর, টেকনিক্যাল টুলস এবং মাল্টিপল টেকনিকেল চার্ট একসাথে পেয়ে যাবেন।

অন্য কোন প্লাটফর্মে এত এডভান্স টেকনিক্যাল চার্ট আপনি পাবেন না।

টেকনিক্যাল চার্ট ছড়া শেয়ার মার্কেটের টেকনিক্যাল এনালাইসিস করতে পারবেন না।

তাই এক্ষেত্রে Upstox এর টেকনিক্যাল চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি একটি বই পড়ছেন  – Upstox Demat Account । Brokerage । IPO – Upstox Full Review

Upstox  Brokerage Calculator

Upstox নিজস্ব ক্যালকুলেটর আছে। যার সাহায্যে আপনি খুবই সহজে আপনার Dailly কত ব্রোকারেজ কাটছে চেক করতে পারবেন।

Upstox  এলগো ট্রেডিং

আসলে Algo ট্রেডিং হল এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে নির্দিষ্ট কিছু কোড বা স্ক্রিপ্ট রান করে অটোমেটিক শেয়ার Buy এবং Sell  করা যায়।

যারা প্রতিদিন প্রচুর শেয়ার কেনাবেচা করছেন, তাদের ক্ষেত্রে এলগো ট্রেডিং সিস্টেম অত্যন্ত উপযোগী।
Algo ট্রেডিংয়ের সম্বন্ধে বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

Learn Algo Trading

Upstox IPO

প্রতিমাসে শেয়ার মার্কেটের নতুন নতুন IPO লঞ্চ হয়ে থাকে।
আপনি Upstox র মাধ্যমে 30 সেকেন্ডের মধ্যেই যেকোনো IPO কিনতে পারেন।
Upstox আইপিও কেনাবেচা অত্যন্ত সহজ।

 

Upstox Referral System

আপনার যদি upstox এ ডিম্যাট অ্যাকাউন্ট আছে। তাহলে আপনি আপনার ইমেইল আইডিতে আপনার রেফারেল লিংক পেয়ে যাবেন।
আপনার রেফারেল লিংকের মাধ্যমে যদি কেউ Demat অ্যাকাউন্ট খুলে তাহলে 200 থেকে 300 টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন।

এককথায় আপনিও রেফার করে বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন কোন ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া।

কিভাবে আপনি আপনার স্টকে অনলাইন মাধ্যমে Demat একাউন্ট খুলবেন সে বিষয়ে জানতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

 

আপস্টক্স ডিমেট ও ট্রেডিং একাউন্ট ফ্রি তে খুলুন

শেষ কথা:-

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “Upstox Demat Account । Brokerage । IPO – Upstox Full Review” আপনার জ্ঞান অনেক বেড়েছে।  যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

 

আপনি যদি Share Market Analysis Course সম্পর্কে জানতে চান তবে আপনি আমাদের শেয়ার বাজার বিশ্লেষণ কোর্সে যোগ দিতে পারেন।
আমি নীচে কোর্সের বিশদ লিঙ্ক  Add করেছি।

Join Stock Market Technical Course

Read In Bengali

Read In English

Leave a Reply

Your email address will not be published.