শর্ট সেলিং কী | কীভাবে কাজ করে | How Does Short Selling Work?

 শর্ট সেলিং কী | কীভাবে কাজ করে | How Does Short Selling Work?

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব Short Selling  ব্যাপারে।  শর্ট সেলিং কী | কীভাবে কাজ করে | How Does Short Selling Work?

Short Selling  শেয়ার মার্কেটের ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। শেয়ার মার্কেটে কাজ করতে গেলে সমস্ত খুঁটিনাটি বিষয় আপনাকে জেনে রাখতে হবে।

কারণ শেয়ার মার্কেটে কেউ আপনাকে ক্ষমা করবে না।
আপনার একটি ভুল অনেক টাকার ক্ষতি করে দিতে পারে।

তাই শেয়ার কেনাবেচা করার আগে শেয়ার মার্কেট সম্পর্কে আপনাকে জানতে হবে।

যদিও আমার এই ওয়েবসাইটের মাধ্যমে, শেয়ার মার্কেটে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় একের পর এক আলোচনা করেছি।

আপনারা চাইলে আমার পূর্ববর্তী আর্টিকেল গুলো পড়তে পারেন। আপনি যদি শেয়ার মার্কেটে এক্কেবারে নতুন। তাহল ক্ষেত্রে প্রথম থেকে আমার লেখাগুলো পড়ুন।
যাই হোক আজকের আমাদের আলোচনার বিষয় হল Short Sell.

 

শর্ট সেলিং কী | কীভাবে কাজ করে (What Is Short Selling In Share Market? & How Does Short Selling Work):-

সাধারনত আমরা যখন কোন শেয়ার কেনি তখন সেই মুহূর্তে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আগের টাকা Deduct হয়ে যায়।

মনে করুন আপনি এয়ারটেলের শেয়ার 530 দামে কিনলেন, এবং পরে 540 টাকায় বিক্রি করলেন। মাঝখানে আপনার 10 টাকার প্রফিট হয়ে গেল।
540-530= 10/- Rs profit.

এটাকে Buy to sell Trading বলছে।

কারণ আপনি প্রথমে Buy করেছেন তারপরে sell করেছেন।

কিন্তু আপনি যদি আগে শেয়ার sell করেন, তারপর শেয়ার buy করেন। তখন এটাকে Sell to Buy trading বলছে।

এটাকে শেয়ার মার্কেটের ভাষায় Short Selling বলা হয়।

আপনি ভাবছেন আপনার কাছে কোন শেয়ার কেনা নেই তাহলে প্রথমে বিক্রি করবেন কিভাবে?
শেয়ার মার্কেটে এটা সম্ভব।
আগেই আপনাদের বলেছি শেয়ার মার্কেট দুমুখি কাজ করে।

মনে করুন কোন শেয়ারের দাম কম সময়ের মধ্যে অত্যধিক বেড়ে গেছে।

উদাহরণ হিসেবে 530 থেকে 590 পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যে।

এবং 590 কাছে আপনি বড় ধরনের কি রেসিসটেন্স বা বাঁধা দেখতে পাচ্ছেন।

এবং আপনি 100% বুঝতে পারছেন, শেয়ারের দাম 590 অতিক্রম করতে পারবে না, সেখান থেকে শেয়ারের দাম পড়তে পারে।

আপনি টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে অনুমান করলেন শেয়ারের দাম 590 থেকে পড়ে গিয়ে 570 পর্যন্ত আসতে পারে.

সেক্ষেত্রে প্রথমে আপনি 590 কাছে শেয়ার sell করতে পারেন. এবং 570 কাছে buy করতে পারেন.

590-570= 20/- Rs per share Profit.

শেয়ার মার্কেটে আমাদের উদ্দেশ্য কি থাকে?

কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা।

Short Selling এ বেশি দামে শেয়ার বিক্রি করে কম দামে আমরা কিনছি।

ব্যাপারটা একি।

আশা করব Short Selling কি এবং কিভাবে কাজ করে সেই বিষয়ে আপনাকে বোঝাতে পেরেছি।

শর্ট সেলিং এর সুবিধা (Benefits of Short Selling):-

মার্কেট যখন টানা কয়েকদিন ধরে বাড়তে থাকে, কিংবা যখন বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। তখন সেই মুহূর্তে ঐ শেয়ার কেনা অনেকটা ঝুঁকিপূর্ণ।

সব সময় আপনি কম দামে সস্তায় শেয়ার পাবেন এমন কোন কথা নেই।

তখন আপনি Short Selling করতে পারেন।

অর্থাৎ1st sell then Buy.

অনেক সময় মার্কেটে খারাপ খবর আছে, ইন্টার্নেশনাল মার্কেটে যদি কোন ধরনের দুর্ঘটনা ঘটে। সে ক্ষেত্রে Nifty এবং Sensex এর দাম পড়ে যাওয়ায় অনিবার্য।

Nifty এবং Sensex এর দাম পড়লে 90 প্রায় সমস্ত শেয়ারের দাম পড়বে।

সেক্ষেত্রে আপনি যদি বাজারের উল্টো দিকে যান তাহলে আপনার লোকসান অনিবার্য।

তাই selling মার্কেটে আপনাকে selling করতে হবে।

এটা কি আপনি আপনার Benefit হিসেবে নিতে পারেন।
কারণ আপনি যখন জানেন আন্তরাষ্ট্রীয় মার্কেট যখন খারাপ তখন ভারতীয় শেয়ার মার্কেট একমুখী হয়ে যায়, এবং সমস্ত শেয়ার করতে থাকে।
আপনাকে আলাদা করে কোন Analysis করতে হয় না।

 

Short Selling করার কিছু নিয়ম কানুন:- 

Short Selling করার আগে আপনাকে বেশ কিছু নিয়মকানুন খেয়াল রাখতে হবে তা না হলে আপনার বড় ধরনের Penalty দিতে হবে।

Rules No.1

  যদি ক্যাশ মার্কেটে কাজ করছেন সে ক্ষেত্রে Short Selling এর ভ্যালিডিটি একটি ট্রেডিং Session জন্য হয়।

অর্থাৎ আপনি যে শেয়ার প্রথমে sell করছেন, 3.10pm মধ্যে আপনাকে ওই শেয়ার buy করতে হবে. তা না হলে আপনার fine লেগে যাবে।

আপনাদের আগে Intraday trading সম্পর্কে বুঝিয়েছি।

অর্থাৎ যদি কোন শেয়ার কেনাবেচা একটি ট্রেডিং Session (9.15 am to 3.30pm) মধ্যে সম্পূর্ণ করি তখন তাকে Intraday trading বলছে.

Cash Segment আপনি যদি কোন শেয়ার buy করছেন।
সেক্ষেত্রে আপনি intraday করতে পারেন, কিংবা একদিনের বেশী একাধিক দিন রাখতে পারেন. তখন সেটা Delivery Trading মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে।

পার্থক্যটা বোঝার চেষ্টা করুন।

ক্যাশ Segment এ শেয়ার buy to sell করলে ডেলিভারি এবং intraday দুটোই প্রযোজ্য।

কিন্তু Cash Segment শেয়ার sell to buy করলে কেবল মাত্র intraday প্রযোজ্য।

তাই খেয়াল রাখবেন আপনি যদি Short Selling করছেন সেক্ষেত্রে মনে করে 3.10 pm মধ্যে শেয়ার buy করে নেবেন তা না হলে আপনাকে অন্যথায় fine দিতে হবে।

Rules No.2

Future এবং Option ট্রেডিং ক্ষেত্রে আপনি যদি Short Selling করেন, তাহলে সেক্ষেত্রে আপনি শেয়ার এক্সপায়ারি (Contract Expiry date) ডেট পর্যন্ত রাখতে পারবেন।
রাখবেন এক্সপায়ারি date এ আপনি যদি শেয়ার Buy না করেন তাহলে Expiry date এ 3.10 pm Automatic শেয়ার buy হয়ে যাবে।
এবং আপনাকে penalty দিতে হবে।

এখানে পার্থক্য হল cash segment এ Short Sell কেবলমাত্র Intraday প্রযোজ্য।

Future & Option Segment এ Short Sell intraday & delivery দুটোই প্রযোজ্য।

শেয়ার প্রথমে Buy করুন কিংবা sell করুন।

Technical Analysis অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনি যদি ভুল জায়গায় Short Selling করেন তাহলে আপনার বড় ধরনের লোকসান হতে পারে।

কোন শেয়ারের দাম পড়বে আপনি বুঝবেন কিভাবে?(Short Selling Strategies)

এটা বুঝতে গেলে আপনাকে দু-তিনটি ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে।

Intraday Short Selling Tips

প্রথম হল RSI (Relative strength index)

আরে সেই আপনাকে বলে দিবে কোন শেয়ার Over Bought Zone এই পৌঁছে গেছে।

যখন কোন শেয়ার over bought zone এ পৌঁছে যায়. তখন 90% সম্ভাবনা থাকে ওই শেয়ারের দাম পড়বে.

তখন আপনি ওই নির্দিষ্ট শেয়ারে Short Selling করতে পারেন।

RSI indicator সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাকে ক্লিক করুন।

 

Support & Resistance (Short Selling Strategies):-

দ্বিতীয় পদ্ধতি হলো আপনি সাপোর্ট এবং রেসিসটেন্স (Support & Resistance) এর সাহায্য নিতে পারেন।
আগেই বলেছি Resistance হল একটি বাধা।

অর্থাৎ যেখানে কোন শেয়ার এর দাম উপরের দিকে উঠার সময় বাধা পায়, ওই জায়গায় আমারা Short Selling করতে পারব।

Support এবং Resistance সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে ক্লিক করুন।

 

পরবর্তী পদ্ধতি হলো Breakdown Strategy. (Short Selling Strategies)

এই Strategy অনুসরণ করে করে যদি আপনি Short Selling করেন. তাহলে খুব অল্প সময়ের মধ্যে টার্গেট hit হয়ে যাবে।

তাছাড়া আপনি Bollinger band, Super trend, RSI Divergence মত ইন্ডিকেটরগুলো সাহায্য নিতে পারেন।

তবে আপনাদের আগে বলে দি যতগুলি Strategy আমি আপনাদের বলেছি।
সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Intraday Short Selling Tips

কীভাবে Short Sell করবেন (How to Do Short Sell?)

এবার প্রশ্ন হল আপনি মোবাইল কিংবা কম্পিউটার থেকে কিভাবে Short Selling করতে পারবেন।

এটা অত্যন্ত সহজ আপনি যেমন কোন শেয়ার buy করছেন, সেই একই পদ্ধতিতে আপনি প্রথমে শেয়ার sell করবেন।

শুধু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন sell করার সময় Product – Intraday select করবেন।

তা না হলে আপনার অর্ডার বারবার ক্যান্সেল হয়ে যাবে।

আপনি যদি ফিউচার এবং অপশন সেগমেন্ট এ কাজ করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনি intraday এবং ডেলিভারি যেটা খুশি বেছে নিতে পারেন।

শর্ট সেলিং এর সুবিধা (Negative Point of Short Selling):-

Short Sell এর নিয়ম গুলি যদি আপনি ঠিকমতো পালন না করে।
তাহলে আপনার ফাইন লেগে যাবে। (Intraday Short Selling Penalty)

যদি শেয়ার 3.10 pm এ auto buy হয়ে যায়, হলে আপনাকে 49/-Rs Penalty দিতে হবে।

Short Sell এর আরো একটি গুরুত্বপূর্ণ Negative Point হল Circuit কাছে শেয়ার ফেঁসে যাওয়া।

Circuit সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাকে ক্লিক করুন।

মনে করুন কোন শেয়ারের দাম অল্পসময়ের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে।
আর এস আই, Bollinger band, Super trend সব ইন্টিগ্রেটর আপনাকে প্রস্তাব দিচ্ছে শেয়ারের দাম পড়বে।
তখন আপনি খুশি হয় Short Selling করে বসলেন।

খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন।
যেকোনো শেয়ার যদি একদিনে 10% বেড়ে যায়, তাহলে সেই শেয়ারে ভুল করেও হাত দেবেন না।

মনে করুন কোন শেয়ার 8-9% বেড়ে গেছে, তখন স্বাভাবিকভাবে সমস্ত ইন্ডিকেটর আপনাকে বলবে share over bought zone এ পৌঁছে গেছে।
এবং আপনি Short Selling করে দিলেন, তখন যদি ঐ শেয়ার যদি 10% বেড়ে যায়।
তাহলে ওই শেয়ারে upper সার্কিট লেগে যাবে।

আপনি Short Selling করেছেন এবং ওই শেয়ারে upper circuit লেগে যায়। তাহলে আপনার demat একাউন্টে যা টাকা আছে পুরো টাকাটাই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
 ওই শেয়ার পরপর তিন দিনের জন্য ব্লক হয়ে যাবে. এবং 30 থেকে 40 শতাংশ টাকা পেনাল্টি হিসেবে আপনার প্রকার কেটে যাবে।

অতএব Short Selling করার আগে দেখে নেবেন শেয়ার যদি 7% অতিক্রম করে গেছে তাহলে ওই শেয়ারে আরে আপনি হাত দেবেন না।

আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি।

আপনি যদি Share Market Analysis Course সম্পর্কে জানতে চান তবে আপনি আমাদের শেয়ার বাজার বিশ্লেষণ কোর্সে যোগ দিতে পারেন।
আমি নীচে কোর্সের বিশদ লিঙ্ক  Add করেছি।

Join Stock Market Technical Course

শেষ কথা:-

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “শর্ট সেলিং কী | কীভাবে কাজ করে | How Does Short Selling Work?” আপনার জ্ঞান অনেক বেড়েছে।  যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

 

Read In Bengali

Read In English

 

Leave a Reply

Your email address will not be published.