মুভিং এভারেজ (Moving Average)কী? কিভাবে SMA/EMA কাজ করে?

মুভিং এভারেজ (Moving Average)কী? কিভাবে SMA/EMA কাজ করে?

 

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মুভিং এভারেজ (Moving Average)কী? কিভাবে SMA/EMA কাজ করে?
মুভিং এভারেজ হলো একটি টেকনিক্যাল Indicator যার শেয়ার মার্কেটে যে কোন শেয়ারের আগাম গতিবিধির পূর্বাভাস দেওয়ার চেষ্টা করে।

তার সাথে আমরা আলোচনা করব মুভিং এভারেজ কি?
কিভাবে কাজ করে ? কত প্রকার হয়?

কিভাবে আমরা মুভিং এভারেজ কি কাজে লাগে ভালো ভালো শেয়ার খুঁজতে পারব.

তাই মুভি এভারেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন.

 

মুভিং এভারেজ (Moving Average)কী?

অ্যাভারেজ (Average) কথার অর্থ হল গড়

Moving কথার অর্থ গতি.

সংক্ষিপ্ত শব্দ – Moving Average – MA

এককথায় শেয়ারের নিদৃষ্ট কিছুদিনের গতিবিধির গড় কে মভিং অভেরেজ বলা হয়ে থাকে.

বিভিন্ন জন Analyst বিভিন্ন ধরনের মুভিং এভারেজ ব্যবহার করে থাকেন.
কেউ 20 দিনের মুভিং এভারেজ ব্যবহার করে কেউ 200 day মুভিং বা 100 দিনের মভিং অভেরেজ এভারেজ ব্যবহার করে.

Moving Average (calculate) গণনা কীভাবে করবেন?

আপনি যদি কোন শেয়ারের 20দিনের মভিং অভেরেজ বের করতে চাইছেন সে ক্ষেত্রে.

তাহলে সেই শেয়ারের শেষ 20 দিনের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস নিয়ে তার গড় বের করতে হবে.
যে উত্তরটা আসবে তাকেই 20 দিনের মুভি এভারেজ বলা হয়.

এইভাবে আপনি যদি 200 দিনের মুভিং এভারেজ বের করতে চাইছেন, সেক্ষেত্রে শেষ 200 দিনের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস সংগ্রহ করে গড় করতে হবে.

Moving Average Calculation

SBIN SAHRE 21 JUN CANDLE CLOSING PRICE – 340
CALCULATE 9 DAY MOVING AVERAGE OF SBIN

21JUN – 22JUN – 23JUN – 24 JUN – 25 JUN – 26 JUN – 27 JUN –  28 JUN –  29 JUN 

340  +   335  +    341  +    347   +   339  +    330    +    321  +     325     +   333

TOTAL 3011/9 = 334.55 IS MA OF SBIN SAHRE

 

Moving-Average-setting
Moving-Average-setting

অবশ্য বর্তমান দিনে আপনাকে এত হিসেব করতে হবে না.

আপনি যখন মুভিং এভারেজ Indicator ব্যবহার করবেন, তখনই আপনাকে চাওয়া হবে কতদিনের মুভিং এভারেজ ব্যবহার করতে চান.

তখনই Indicator অটোমেটিক সমস্তকিছু Calculate করে আপনাকে বলে দেবে 20-200-100-50 দিনে মুভিং এভারেজ কত চলছে.

 

মুভিং এভারেজ প্রকার (Types of Moving Average)

মুভিং এভারেজ প্রধানত দুই প্রকার হয়ে থাকে.

একটি হলো সিম্পল মুভিং এভারেজ (Simple Moving Average – SMA)

দ্বিতীয় হলো এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ(Exponential Moving Average -EMA)

এবার আসি সিম্পল মুভিং এভারেজ নিয়ে.

আসলে সিম্পল মুভিং এভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভি মিয়া বাড়ির মধ্যে পার্থক্য সামান্য

Exponential Moving Average  যে কোন শেয়ারের তথ্য দ্রুত দিয়ে দেয়.

এবং Simple Moving Average ধীরগতিতে কাজ করে থাক.

 

 কিভাবে মুভিং এভারেজ কে কাজে শেয়ার মার্কেটে লাগাবো(How to Use The Moving Average In The Stock Market)

আসলে মুভিং এভারেজ এর কাজ হলো সাপোর্ট (Support) এবং রেসিসটেন্স(Resistance)
Support এবং Resistance এর ব্যাপারে এর পূর্ববর্তী আর্টিকেলে আমি বিস্তারিত আলোচনা করেছি ভালোভাবে জানতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন.

যখন কোন শেয়ারের ক্যান্ডেল সমস্ত মুভিং এভারেজ Cross করে উপরে থেকে ওঠার চেষ্টা করে, তখনই মুভিং এভারেজ Support হিসেবে কাজ করে.
তখন এটাকে মুভিং এভারেজ Breakout বলা হয়ে থাকে.

আবার যখন কোন শেয়ার মুভিং এভারেজ এর নিচে চলাফেরা করে, তখন এই মুভি এভারেজ Resistance হিসাবে কাজ করে যার ফলে শেয়ারের দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকে.

এইটাকে Breakdown বলা হয়.

মুভিং এভারেজের সেটিংস(Moving Average Settings)

এবার প্রশ্ন হল আপনি কত দিনের মুভি এভারেজ ব্যবহার করবেন।

আপনি যদি Intraday করছেন, সেক্ষেত্রে 5 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত টাইমফ্রেম রাখতে পারেন. 9-20-50-100-200 দিনের EMA ব্যবহার করতে পারেন.

আবার আপনি যদি সুইং ট্রেডিং করছেন, সেক্ষেত্রে 30 মিনিট , 1 ঘন্টা এবং একদিনের টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন,
9-20-50-100-200 দিনের EMA ব্যবহার করতে পারেন.

যেকোনো শেয়ারের দাম পড়ে যাওয়ার পরে, পুনরায় উপরে উঠার চেষ্টা করে.

উপরে উঠার সময় শেয়ারের ক্যান্ডেল 9 দিনের মুভিং এভারেজ কে Cross করে উপরে যাবে, তারপর 20 দিনে মুভিং এভারেজ ক্রস করবে তারপর 50 দিন 100 ক্রস করে উপরে যাবে.
এককথায় শেয়ার এক একটি ধাপ অর্থাৎ রেসিস্টেন্স ভেঙ্গে উপরে ওঠার চেষ্টা করে.

যদি ওই শেয়ার রেসিসটেন্স ব্রেক করতে না পারে.
তাহলে শেয়ারের দাম পুনরায় কমতে থাকবে.

নিচে আমি আপনাকে বেশ কয়েকটি ইউটিউবে লিংক দিয়ে দিচ্ছি ওই ভিডিওগুলো দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন.

শেষ কথা:-

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “মুভিং এভারেজ (Moving Average)কী? কিভাবে SMA/EMA কাজ করে?” আপনার জ্ঞান অনেক বেড়েছে।  যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

 

আপনি যদি Share Market Analysis Course সম্পর্কে জানতে চান তবে আপনি আমাদের শেয়ার বাজার বিশ্লেষণ কোর্সে যোগ দিতে পারেন।
আমি নীচে কোর্সের বিশদ লিঙ্ক  Add করেছি।

Join Stock Market Technical Course

Read In Bengali

Read In English

Leave a Reply

Your email address will not be published.