কিভাবে Free Intraday Tips Or Call পাবেন? ইনকাম করার সুবর্ণ সুযোগ!!

কিভাবে Free Intraday Tips Or Call পাবেন? ইনকাম করার সুবর্ণ সুযোগ!!

 

হ্যালো বন্ধুরা আজকে  আমরা আলোচনা করব কিভাবে Free Intraday Tips Or Call পাবেন?।

Intraday বলতে   একদিনের মধ্যে,  অর্থাৎ   কোন শেয়ার আজকে কিনে  আজকে যখন বিক্রি করে দিচ্ছেন, তখন এই trade  কে বলছে Intraday Trading.  এবং এই ট্রেডিং ভারতীয় শেয়ার মার্কেট খুবই পছন্দ করা হয়ে থাকে।

প্রতিটি মানুষ যারা শেয়ার মার্কেটে কাজ করেছেন বা করছেন তারা সবাই একবার হলেও  Intraday Trading করেছেন.

Intraday Trading  ছাড়াও  আরো  নানান ধরনের Trading  আছে।   যেমন, Positional Trading, Swing Trading, Scalping, Investment Planning.

Intraday Trading এমন একটি Trading  যেখানে অত্যন্ত  কম সময়ের মধ্যে অনেক বেশি টাকা  আয় করা সম্ভব।  তাই বেশিরভাগ trader  Intraday Trading  কে  পছন্দ করে থাকেন।

অবশ্য আপনি এটির মনে রাখবেন   Intraday Trading  এ লোকসানের সম্ভাবনা  ও  রয়েছে।

তাই  অনেকেই   Intraday Trading  কে জুয়া বলে থাকেন।

কিভাবে Free Intraday Tips Or Call পাবেন?

বর্তমান দিনে Intraday Trading   জন্য  কিছু সংস্থা বা  পার্সোনাল  টেলিগ্রাম চ্যানেল  বিনামূল্যে কিংবা কিছু টাকার বিনিময়  কিছু টিপস কিংবা    শেয়ারের  নাম প্রদান করে থাকে।

বিশেষ করে যারা টেকনিক্যাল এনালাইসিস জানেন না কিংবা শেয়ার খোঁজার মতো সময় থাকে না, তারা এই ধরনের টিপস নিয়ে থাকে।

কিন্তু সমস্যা হল বাজারে যে সমস্ত কল কিংবা টিপস  পাওয়া যাচ্ছে  তার  গুণমান  ততো বেশি ভালো নয়।
আপনি যদি কোন সংস্থার উপরে ভরসা করে কিংবা কোন ব্যক্তির উপর ভরসা করে তার কথা অনুযায়ী শেয়ার কেনেন তাহলে লোকসান আপনারই হবে।

 এইভাবে বহু  নকল  সংস্থা  মানুষকে ঠকিয়ে  টাকার বিনিময়ে  খারাপ খারাপ শেয়ারের নাম প্রদান করে থাকেন। যার কারণে traders এর মূলধন  শেষ হতে থাকে।

 

আজকে আমাদের আলোচনার বিষয়  কিভাবে  আপনারা  সঠিক  Intraday  টিপস পাবেন।  কোন অর্থ না দিয়ে  এবং তার সাথে সাথে আপনি  Technical Analysis কাজটি শিখতে পারবেন।

অতএব বিষয়টি ভালো করে পড়বেন।

সাবস্ক্রাইব ভালো ইউটিউব চ্যানেল (Subscribe YouTube Channel)

সর্ব প্রথম এমন কিছু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন  যারা প্রতি Intraday Tips    প্রদান করছে। অনেকেই আছে যারা টেলিগ্রাম  চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে  এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন।

 

অবশ্যই গুলো দেখে নেবেন যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন  তাদের প্রতি ভিডিওতে  কতজন  দর্শক আসছে, Subscriber  কত  এবং কমেন্ট গুলো   ভালো না খারাপ।

 

নিচে আমি  আমার তরফ  থেকে  কিছু ইউটিউব চ্যানেলের নাম,  টেলিগ্রাম চ্যানেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনগুলি নাম আপনাদের কাছে তুলে ধরব,  আপনি  চাইলে  এদের সাথে  যুক্ত হতে পারেন।

 

Update On – এক্সেল শিট (Excel Sheet)

চ্যানেল বেছে নেওয়ার পর আপনাকে  দেখে নিতে হবে তারা যে সার্ভিসটি  আপনাকে প্রদান করছে  তাও কতটা সঠিক,  এটা পরীক্ষা করার জন্য আপনাকে একটি Excel Sheet  বানাতে হবে।

ওই চ্যানেলগুলি থেকে আপনি যে শেয়ারগুলি পাচ্ছেন প্রতিদিন আলাদা আলাদা করে লিখে রাখুন। কোন  শেয়ার কিনতে বলেছে, কখন কিনতে বলেছে।  কোন দামে কিনতে বলেছে,  কোন চ্যানেল আপনাকে কিনতে বলেছে।
Profit Ratio  কত?  সবকিছু ওই Excel Sheet  আপনাকে আপডেট (Update) করতে হবে। কতবার তাদের শেয়ারগুলি   তাদের টার্গেট  হিট করছে  এবং কতবার  ফেল হচ্ছে।

  পুরো হিসাবটাই আপনি Excel Sheet এ  রাখুন।  এইভাবে এক মাস আপনি যদি  প্রতিটা চ্যানেলে আলাদা আলাদা করে  পরীক্ষা করেন তাহলে  সহজেই বুঝতে পারবেন,  কোন চ্যানেল গুলো আপনাকে সঠিক শেয়ারের নাম প্রদান করছে।

excel-Sheet.
excel-Sheet

আমি আপনাকে অনুরোধ করবো  কমপক্ষে এক মাস  এই পরীক্ষাটি চালানো ওই চ্যানেল  গুলির উপরে।

  যখন  আপনি  ভালো   ইউটিউব কিংবা টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুঁজে পাবেন,  তখন তাদের সাথে আপনি  নিশ্চিন্তে কাজ করতে পারেন। দরকার হলে আরো ভালো সার্ভিসের জন্য তাদের কাছ থেকে Paid Service  নিতে পারেন।  অবশ্য  কোন  ধরনের  বাধ্যকতা নেই।

 

আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে  যখন আপনি  Excel Sheet  টি   Fill-up  করছেন  তখন পাশে লিখে রাখতে পারেন   কোন Strategy  ভিত্তিতে  ওই নির্দিষ্ট   শেয়ারটি  কিনতে কিংবা বিক্রি করতে বলা হয়েছে।

এভাবে যদি আপনি এক মাস  পরীক্ষা  করতে পারেন তাহলে আপনি নিজে থেকে  শেয়ার খুঁজে নিতে পারবেন,  আপনাকে অন্য   কারোর উপর  নির্ভরশীল হতে হবে না।

 

নকল Advisory Service প্রদানকারী সংস্থা

একটা বিষয় আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই,  আপনি যদি  Trading  করছেন  তাহলে নিশ্চয়ই আপনার কাছে  প্রতিদিন Indore, Rajasthan, Mumbai, Pune   এবং অন্যান্য জায়গা থেকে ফোন আসে Intraday Call or Tips নেওয়ার জন্য।

  তারা  আপনাকে  3-5  দিন বিনামূল্যে কিছু শেয়ারের নাম আপনাকে প্রদান করবে।   এই কয়েক দিনে  তাদের দেওয়া শেয়ারগুলি  টার্গেট হিট  হলে তারা  মাসিক  5 000-7000 পর্যন্ত  টাকা চেয়ে থাকে।

তারা এটা  ও বলে  দেয় প্রতিদিন আপনাকে 3 থেকে 5 হাজার টাকা  খুবই সহজে   আয় করিয়ে  দিতে  সক্ষম।  তারা নানাভাবে আপনাকে   লোভ দেখানোর চেষ্টা করবে।  অনুরোধ করবো   এই  ধরনের কোন সার্ভিস আপনি নেবেন না। এবং একটি টাকাও তাদের দেবেন না অযথা আপনার মূল রাশি  নষ্ট হয়ে যাবে।

 

নকল SMS

আবার দেখবেন আপনাদের কাছে মাঝেমধ্যে  SMS  মাধ্যমে তারা নির্দিষ্ট কিছু শেয়ার  এর নাম বলে দিয়ে থাকে, আপনাদের বলি এদের ফাঁদে কখনো পড়বেন না।

 

সর্বশেষে আপনার কাছে একটাই কথা বলতে চাই শেয়ার  মার্কেট থেকে অর্থ উপার্জন করতে হলে কারো উপরে নির্ভরশীল নয়।

আপনি নিজেই কাজটিকে ভালোভাবে শিখে নিয়ে কাজ করেন।

তাহলে  আপনার জয়  অনিবার্য।

আশা করি আমাদের এই লেখাটিই আপনার ভালো লেগেছে।  এবং সঠিক জ্ঞান অর্জন করতে পেরেছেন।

এই  লেখাটি তে  যদি  কোন ধরনের ভুলভাল থাকে,  কিংবা  আপনার  মনে কোন প্রশ্ন থাকে।

কোন কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না।

 

Stock Market Learning Group

অবশ্যই  আমাদের নিজস্ব দুটি গ্রুপ রয়েছে

 

Trading group  আমরা প্রত্যেক দিন আমাদের মেম্বারদের Intraday & Swing calls provide করে থাকি.

 

তার সাথে সাথে আমরা Reason বলে দিয়ে থাকি। কেন ওই নির্দিষ্ট শেয়ার আপনাদের Recommend করা হয়েছে।

আমরা কোন strategy ব্যবহার করেছি।

 

তা ছাড়া মার্কেটে কোন ধরনের গুরুত্বপূর্ণ খবরা খবর থাকলে।

কোন নির্দিষ্ট শেয়ার এর নিউজ  রেজাল্ট মিটিং থাকলে এই গ্রুপের মাধ্যমে খবর পেয়ে যাবেন।

 

শেয়ার মার্কেটে প্রতিনিয়ত নিত্যনতুন Strategies আসতে থাকে।

আমরা এই গ্রুপের মাধ্যমে ওই সমস্ত Strategies আমাদের মেম্বারদের কাছে তুলে ধরি।

 

Trading group এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন।

 

Learning Group

এবার আসি লার্নিং গ্রুপে (Learning Group)

এই গ্রুপে আমরা বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখিয়ে থাকি।

অর্থাৎ যারা একদম ফ্রেশ বা নতুন আছেন, যাদের কোন ধরনের অভিজ্ঞতা নেই শেয়ার মার্কেট সম্পর্কে.

 

তাদের কে ও এই গ্রুপে কাজ শেখানো হয়।

 

বেসিক কাজ শেখানোর পরে, তাদের  টেকনিক্যাল এনালাইসিস এর কাজ শেখানো হয়, তৃতীয় ধাপে তাদের ফান্ডামেন্টাল এনালাইসিস এর কাজ শিখানো হয়।

 

সর্বশেষে মেম্বারদের কে দিয়ে প্রাকটিক্যাল  শেয়ার কেনাবেচা  করানো হয়।

যখন কোন মেম্বার লার্নিং গ্রুপের সমস্ত কোর্স সম্পূর্ণ করে নেয়, তখন তাকে ট্রেডিং গ্রুপে স্থানান্তরিত করা হয়।

আশা করি আপনারা এই দু’টি গ্রুপের ব্যাপারে বিস্তারিত জানতে পেরেছেন।

যদি আপনারা আমাদের সাথে কাজ করতে চাইছেন  এবং  কাজ শিখতে চাইছেন।

তাহলে  নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

Stock Market Combo Course

শেষ কথা

সর্বশেষে বলব  যেখানে সেখানে টাকা দিয়ে কল বা টিপস নেবেন না।

যেমন বললাম আপনাদের এক্সেল সিট বানাতে হবে, পরীক্ষা করতে হবে।

আমি আশা করি আপনি আমার নিবন্ধটি পছন্দ করবেন “কিভাবে Free intraday tips or call পাবেন? ইনকাম করার সুবর্ণ সুযোগ!!” আপনার জ্ঞান অনেক বেড়েছে। আমি যদি এই নিবন্ধটিতে ভুল হয়ে থাকে বা আপনার কোনও প্রশ্ন থাকে তবে মন্তব্য বাক্সে বিনা দ্বিধায় মন্তব্য করুন এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

 

Some Important Articles

Leave a Reply

Your email address will not be published.